shono
Advertisement
Israel-Hamas Conflict

'যুদ্ধ থামান, সব পণবন্দিকে ছেড়ে দেব', শর্তসাপেক্ষে ইজরায়েলের সঙ্গে সমঝোতায় রাজি হামাস

অস্থায়ী নয়, স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস।
Published By: Amit Kumar DasPosted: 12:48 PM Apr 18, 2025Updated: 03:32 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের লাগাতার হামলায় কোণঠাসা হামাসের সুর নরম! ইজরায়েলের (Israel) কাছে যুদ্ধ থামানোর আর্জি পেশ করে সব পণবন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল হামাস (Hamas)। পাশাপাশি শর্ত সাপেক্ষে ইজরায়েলের সঙ্গে সমঝোতার বার্তা দিল প্যালেস্টাইনের কট্টরপন্থী সংগঠন। যদিও হামাসের এই প্রস্তাবে ইজরায়েল রাজি হবে কিনা সেটাই দেখার।

Advertisement

গত বৃহস্পতিবার এক টেলিভিশন বার্তায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া জানান, "আমরা শান্তির লক্ষ্যে ইজরায়েলের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত। যে চুক্তিতে থাকবে সকল পণবন্দির মুক্তি, ইজরায়েলের হাতে আটক হওয়া প্যালেস্তিনীয়দের মুক্তি, যুদ্ধের অবসান এবং গাজার পুনর্গঠন।" যদিও খলিল স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে অস্ত্র সমর্পণের যে প্রস্তাব ইজরায়েল দিয়েছে তা তাঁরা মেনে নেবেন না। একইসঙ্গে ইজরায়েলের ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও খারিজ করেছে হামাস। খলিলের স্পষ্ট বার্তা, "চুক্তি যদি হয় তবে তা হবে স্থায়ী যুদ্ধবিরতির, "গাজা ভুখণ্ড থেকে ইজরায়েলের সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের নিশ্চিত প্রতিশ্রুতির উপর ভিত্তি করে।"

উল্লেখ্য, ইজরায়েলের (Israel) তরফে হামাসকে (Hamas) সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়েছিল ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দিদের মুক্তির। একইসঙ্গে হামাসকে অস্ত্রত্যাগ করতে হবে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস। তাঁদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু চান নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। এই অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে নিজেদের পণবন্দিদের ফেরত নেওয়া এবং ভয়ংকর অনাহারের মাঝে গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাওয়ার।

তবে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সম্ভাবনার মাঝেই গাজায় হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে ইজরায়েল। গত বৃহস্পতিবার গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৭৩ জন। সবমিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৫ জন। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৫০৫ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইজরায়েলের লাগাতার হামলায় কোণঠাসা হামাসের সুর নরম!
  • ইজরায়েলের কাছে যুদ্ধ থামানোর আর্জি পেশ করে সব পণবন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল হামাস।
  • শর্ত সাপেক্ষে ইজরায়েলের সঙ্গে সমঝোতার বার্তা দিল প্যালেস্টাইনের কট্টরপন্থী সংগঠন।
Advertisement