shono
Advertisement
Israel

দাবানলের গ্রাসে জেরুজালেম, বালিঝড়ে ঢেকেছে আকাশ! প্রকৃতির রুদ্ররোষে ইজরায়েল

জরুরী অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছে ইজরায়েলি সরকার।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:21 PM May 01, 2025Updated: 02:23 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রুদ্ররোষে ইজরায়েল। ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে জেরুজালেম। আকাশ ঢেকেছে বালিঝড়ে। যার জেরে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলবাহিনীকে। দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। এই পরিস্থিতিতে বাতিল করে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের উদযাপন। পাশাপাশি এই দুর্যোগের সময় আন্তর্জাতিক মহলের সাহায্যও চাওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থা। 

Advertisement

জানা গিয়েছে, ইজরায়েলের 'মেমোরিয়াল ডে'তেই জেরুজালেমে দাবানলের সৃষ্টি হয়। গতকাল থেকে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও আহত হয়েছেন ১৩ জন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বিধবংসী আগুনের ভিডিও। জেরুজালেম থেকে তেল আভিভ যাওয়ার হাইওয়ের পাশের জমি দাউ দাউ করে জ্বলছে। যার জেরে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই আগুনের দোসর বালিঝড়। এই হাওয়ায় আগুন আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। এক বিবৃতি দিয়ে ইজরায়েলের দমকল বিভাগ জানিয়েছে, দেশের ইতিহাসে এই দাবানল সবচেয়ে বড়। জাতীয় উদ্যান, জঙ্গল-সহ একাধিক জায়গায় বাসিন্দাদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার একর জমি পুড়ে গিয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ বলেন, "আমরা জরুরী অবস্থার মধ্যে রয়েছি। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।" ইতিমধ্যেই ইউক্রেন, স্পেন, ফ্রান্স, রোমানিয়া, ক্রোয়েশিয়া, আর ইটালি যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রকৃতির রুদ্ররোষে ইজরায়েল। ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে জেরুজালেম।
  • আকাশ ঢেকেছে বালিঝড়ে। যার জেরে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলবাহিনীকে।
  • দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। এই পরিস্থিতিতে বাতিল করে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের উদযাপন।
Advertisement