shono
Advertisement
Nepal

ভোটের আগে ফের ফুটছে নেপাল! জেন জি আন্দোলন ফিকে করে রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল

মার্চ মাসে নতুন সংসদীয় নির্বাচনের ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
Published By: Anustup Roy BarmanPosted: 07:08 PM Jan 11, 2026Updated: 07:08 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন জি আন্দোলনের রেশ কাটার আগেই নতুন করে উত্তপ্ত নেপাল। সাম্প্রদায়িক উত্তেজনায় ফুটছে গৌতম বুদ্ধের জন্মভূমি! এই অবস্থায়, নেপালের ক্ষমতাচ্যুত রাজপরিবারের সমর্থকরা রবিবার রাজধানীতে মিছিল করেছেন। মার্চের নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে মিছিল করেন তাঁরা।

Advertisement

গত বছর সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়। এই বছর মার্চ মাসে নতুন সংসদীয় নির্বাচনের ঘোষণা করে সেই সরকার। নির্বাচন ঘোষণার পরে এটাই ছিল ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর সমর্থকদের প্রথম মিছিল। মিছিলের যারা যোগ দেন তাঁদের মূল দাবি, "আমরা রাজাকে ভালবাসি, রাজাকে ফিরিয়ে আনো।"

রবিবার ছিল নেপালের শাহ বংশের প্রথম রাজা পৃথ্বী নারায়ণের জন্মবার্ষিকী। শেষ শাহ রাজা জ্ঞানেন্দ্র ২০০৮ সালে পদত্যাগ করতে বাধ্য হন। সেই সময়েই রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়।

মিছিল থেকে দাবি ওঠে, "এই দেশের জন্য শেষ এবং একমাত্র বিকল্প হল রাজা এবং রাজতন্ত্র।" তাঁদের দাবি, "বর্তমান প্রেক্ষাপটে এবং জেন জি আন্দোলনের পরে দেশ যে পথে এগিয়েছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজতন্ত্র পুনরুদ্ধার করা প্রয়োজন।"

জানা গিয়েছে, এই সপ্তাহে বিতর্কিত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরেই দক্ষিণ নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়। ভারত সীমান্তবর্তী নেপালের কিছু অংশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। পারসা জেলার সাকুয়া মারান এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ধর্মস্থানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রান্ত হতে হয় নেপাল পুলিশকেও। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও বীরগঞ্জ ও সংলগ্ন এলাকা থমথমে। নেপালে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজপরিবারের সমর্থকরা রবিবার রাজধানীতে মিছিল করেছেন।
  • নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে মিছিল করেন তাঁরা।
  • জেন জি আন্দোলনের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়।
Advertisement