shono
Advertisement
Pakistan

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪

ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
Published By: Subhodeep MullickPosted: 05:17 PM Jun 08, 2025Updated: 05:17 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের দেরা ইসমাইল খানে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মৃত কমপক্ষে ৪ জন। আহত আরও ২। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে গাড়িটি ছ’জন পর্যটককে নিয়ে আলমার কালান থেকে রওনা দিয়েছিল। কিন্তু দেরা ইসমাইল খানের কাছে আসতেই  পাহাড়ি রাস্তায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪জনের। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতাল ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, তাঁদের অবস্থাও এখন স্থিতিশীল। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশের এক আধিকারিক বলেন, "স্থানীয়রাই প্রথম এই দুর্ঘটনার খবর আমাদের জানান। তারপর আমরাব এখানে আসি। খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকেও। রাস্তা দুর্গম হওয়ায় প্রাথমিকভাবে উদ্ধারকাজে বাধা সম্মুখীন হতে হয়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের দেরা ইসমাইল খানে ভয়াবহ দুর্ঘটনা।
  • গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি।
  • মৃত কমপক্ষে ৪ জন। আহত আরও ২।
Advertisement