সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় কতই না ছিল। অথচ বয়স একটু হতেই না হতেই হারিয়ে যেতে থাকে। প্রতি দশ জনের মধ্যে ১ জন তো এই সমস্যায় ভুগেই থাকেন। সাধারণ মানুষ হোক কিংবা তারকা, পড়ন্ত চুলের সমস্যা সামলাতে হিমশিম খান সকলেই। অনেকেই পরচুলের সাহায্য নেন। অনেকে আবার কৃত্রিম উপায়ে চুল গজানোর পদ্ধতি অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্টের সাহায্য নেন। বলিউডে এমন নজির কম নেই। সেই পন্থা অবলম্বন করতে গিয়েই বিপাকে পড়লেন এর পাকিস্তানি অভিনেতা।
অভিনেতা হিসেবে পাকিস্তানে বেশ নাম রয়েছে সইদ সাজিদ হাসানের। চুলের জন্য কেরিয়ারে তেমন কোনও সমস্যা হচ্ছিল না। তবুও নিজেকে পর্দায় ভাল দেখাতে কার না ইচ্ছে করে? বহুদিন ধরেই অভিনেতাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিতে বলছিলেন চেনা এক ডাক্তার। তাঁর কথাতে শেষে সম্মতি দিয়ে ফেলেন। আর সেটাই কাল হল অভিনেতার জীবনে। হেয়ার ট্রান্সপ্লান্টের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন হাসান। তাঁর মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। টানা জ্বরে ভোগেন অভিনেতা। অভিযোগ, নিজের অসুস্থতার কথা ডাক্তারকে জানিয়েছিলেন তিনি। কিন্তু ডাক্তার কেবলই বলতে থাকেন, তা এমন কোনও ব্যাপারই নয়। সুস্থ হয়ে যাবেন বর্ষীয়ান পাক অভিনেতা।
[‘প্যাডম্যান’-এ রয়েছেন অমিতাভও, ফাঁস করলেন পরিচালক]
কিন্তু সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হতে শুরু করেন হাসান। শেষে তিনি অন্য এক বিশেষজ্ঞের কাছে যান। তাঁর কাছেই জানতে পারেন মাথায় ইনফেকশন হয়ে গিয়েছে। তা সারতে কতটা সময় লাগবে এখনই বোঝা যাচ্ছে না। শরীরে ব্যথা তো রয়েইছে এই ইনফেকশনের জন্য কাজও বন্ধ অভিনেতার। বাড়ির লোকেরাও টেনশনে রয়েছেন। নিজের এই অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন হাসান। যাতে তাঁর অবস্থা সকলেই দেখতে পারেন, আর তা থেকে শিক্ষা নিতে পারেন।
[ফেসবুকে জুটি বেঁধেছেন উত্তম-সুচিত্রা, পাঠানো যাবে ফ্রেন্ড রিকোয়েস্টও!]
The post OMG! কৃত্রিম উপায়ে চুল গজাতে গিয়ে এ কী হল পাক অভিনেতার! appeared first on Sangbad Pratidin.