shono
Advertisement
Iran

‘শীঘ্রই আপনাদের পাশে দাঁড়াব’, ইরানের আন্দোলকারীদের আশ্বাস নির্বাসিত যুবরাজের

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 03:12 PM Jan 11, 2026Updated: 03:12 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপথ ছাড়বেন না। আশা করছি শীঘ্রই আপনাদের পাশে দাঁড়াব। এক টানা তিন রাত রাস্তায় আপনাদের উপস্থিতি আয়াতোল্লা আলি খামেনেইয়ের দমনমূলক শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। ইরানের আন্দোলনকারীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সেদেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র)।

Advertisement

রেজা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমি জানতে পেরেছি, ইরানের ইসলামি সরকার বর্তমানে গুরুতর সংকটে পড়েছে। দেশজুড়ে রাস্তায় নেমে আসা লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মোকাবিলায় সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য তাঁদের কর্মস্থল ত্যাগ করেছেন অথবা বিক্ষোভ দমনের নির্দেশ অমান্য করেছেন। খামেনেইয়ের কাছে এখন কেবলমাত্র ক্ষুদ্র কট্টরপন্থী হিংসাত্মক একটি গোষ্ঠী রয়েছে। তারা ইরানের জনগণের বিরুদ্ধে।’ এরপরই তিনি আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনারা একা নন। গোটা বিশ্ব আপনাদের পাশে আছে। আপনাদের সাহসের প্রশংসা করছে। বিশেষ করে, মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের এই অবর্ণনীয় সাহসিকতা প্রত্যক্ষ করছেন। তিনি আপানাদের সাহায্য করতে প্রস্তুত। রাজপথ ছাড়বেন না। আমার হৃদয় আপনার সঙ্গে রয়েছে। আশা করছি, শীঘ্রই আমি আপনাদের পাশে দাঁড়াব।’

গত দেড় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরানে। গত ২৭ ডিসেম্বর তেহরানে দোকানদারেরা দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল। তা-ই ছড়িয়ে পড়েছে গোটা দেশে। পাশাপাশি, দেশে ইসলামি শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন নাগরিকরা।খামেনেইয়ের বিরুদ্ধে চলছে সর্বাত্মক আন্দোলন-বিক্ষোভ। এই পরিস্থিতিতে শনিবার আন্দোলনকারীদের প্রথম বার্তা দিয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ। তারপর আন্দোলনকারীদের সমর্থনে ফের গর্জে উঠলেন তিনি।

এদিকে খামেনেই সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা হলে আমেরিকা চুপ করে বসে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে পালটা জবাব দিয়েছে খামেনেইয়ের সরকারও। এই পরিস্থিতিতে জল্পনা, ট্রাম্পের সাহায্য নিয়েই কি ইরানের মসনদ দখলের পরিকল্পনা করছেন পাহলভি? যদিও এখনই পাহলভির সঙ্গে এ বিষয়ে কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজপথ ছাড়বেন না। আশা করছি শীঘ্রই আপনাদের পাশে দাঁড়াব।
  • এক টানা তিন রাত রাস্তায় আপনাদের উপস্থিতি আয়াতোল্লা আলি খামেনেইয়ের দমনমূলক শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে।
  • ইরানের আন্দোলনকারীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সেদেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র)।
Advertisement