shono
Advertisement

মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi

এই দামে যা যা ফিচার মিলবে, শুনলে তাজ্জব হয়ে যাবেন! The post মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Mar 15, 2017Updated: 02:19 PM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ২০ মার্চ দেশের বাজারে দু’টি নয়া স্মার্টফোন লঞ্চ করতে পারে চিনা সংস্থা শাওমি৷ সংস্থার টিজারে অন্তত সেরকমই ইঙ্গিত মিলেছে৷ দুটি নতুন স্মার্টফোন রেডমি ফোর ও রেডমি ফোর-এ ভারতে আনতে পারে সংস্থাটি, দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ গত বছরের নভেম্বরে চিনে ওই দু’টি স্মার্টফোন লঞ্চ করেছিল৷ রেডমি থ্রি সিরিজের উত্তরসূরী হতে পারে এই নয়া হ্যান্ডসেট লাইনআপ৷ শাওমির দাবি, ইতিমধ্যেই ভারতে ৩০ লক্ষ রেডমি থ্রি-এস হ্যান্ডসেট বিক্রি হয়ে গিয়েছে৷ অতি সম্প্রতি ভারতে লঞ্চ করেছে শাওমির নয়া রেডমি নোট ফোর৷

Advertisement

কিন্তু এই মুহূর্তে রেডমি ফোর-এ হ্যান্ডসেটটি নিয়ে ভারতের বাজার সরগরম৷ ৫ ইঞ্চির ৭২০ পিক্সেল এইচডি ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট বিশিষ্ট হ্যান্ডসেটটির র‍্যাম ২ জিবি ও ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি৷ রেডমি ফোর হ্যান্ডসেটে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, ৩ জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট৷ শাওমি রেডমি ফোর ও রেডমি ফোর-এ – দু’টি মডেলেরই রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্টে ৫ মেগাপিক্সেল৷ রেডমি ফোর হ্যান্ডসেটে রয়েছে ৪১০০ এমএএইচ৷ পাবেন কুইক চার্জ সাপোর্ট৷ অন্যদিকে, রেডমি ফোর-এ মডেলে পাবেন ৩১২০ এমএএইচ ব্যাটারি, পাবেন কুইক চার্জিংয়ের সুযোগও৷

রেডমি ফোর-এ হ্যান্ডসেটের দাম চিনা মুদ্রায় ৪৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকা)৷ রেডমি ফোর হ্যান্ডসেটটির দাম চিনের বাজারে ৬০০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০০ টাকা৷ মার্চ মাসের শেষের দিকে দু’টি হ্যান্ডসেটই ভারতের বাজারে লঞ্চ করলে দাম ওই একই থাকতে পারে৷

The post মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement