shono
Advertisement

এবার অনলাইনেই মিলবে গঙ্গাজল

কিন্তু গঙ্গাজল? এক বোতল পবিত্র গঙ্গাজল পেতে তো সেই গঙ্গার কাছে পৌঁছতেই হবে৷ কিন্তু সকলের পক্ষে সবসময় তা সম্ভবও হয়ে ওঠে না৷ তাহলে উপায়? The post এবার অনলাইনেই মিলবে গঙ্গাজল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM May 31, 2016Updated: 03:09 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল থেকে শাড়ি, ফ্রিজ থেকে গয়না, এক ক্লিকেই এখন প্রয়োজনীয় বা শখপূরণের সব জিনিস হাতের মুঠোয় চলে আসে৷ বাড়ি বসে অনলাইনে অর্ডার দিলে কী না পাওয়া যায়! কিন্তু গঙ্গাজল? এক বোতল পবিত্র গঙ্গাজল পেতে তো সেই গঙ্গার কাছে পৌঁছতেই হবে৷ কিন্তু সকলের পক্ষে সবসময় তা সম্ভবও হয়ে ওঠে না৷ তাহলে উপায়?

Advertisement

মুশকিল আসান করবে সেই ইন্টারনেটই৷ কারণ এবার বাড়ি বসে অনলাইনে গঙ্গাজলও অর্ডার দিতে পারবেন৷ যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার বলেন, “কীভাবে সুলভে গঙ্গাজল পাওয়া যাবে, তা জানতে চেয়ে অনেক পোস্ট এসেছে৷ সেই কারণেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলাম৷ ডাক বিভাগকে ই-কমার্সের প্ল্যাটফর্ম কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ তারাই হরিদ্বার, ঋষিকেশ থেকে গঙ্গাজল সরবরাহ করার ব্যবস্থা করবে৷ যত দ্রুত সম্ভব ডাক বিভাগ এ বিষয়ে কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে৷ পোস্টম্যান মোবাইল ফোন, জামা-কাপড় গয়না বাড়িতে পৌঁছে দিতে পারলে গঙ্গাজলই বা নিয়ে যেতে পারবেন না কেন?”
ই-কমার্সের সৌজন্যে ভারতে ডাক বিভাগ থেকে বড়সড় লাভের মুখ দেখেছে সরকার৷ ক্যাশ অন ডেলিভারি থেকে ২০১৪-১৫ সালে ৫০০ কোটি টাকা উপার্জন হয়েছিল৷ ২০১৫-১৬ সালে তা বেড়ে হয় ১৩০০ কোটি টাকা৷

The post এবার অনলাইনেই মিলবে গঙ্গাজল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement