সুদীপ বন্দ্য়োপাধ্যায়, দুর্গাপুর: তীব্র গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় সকলে। বরুণদেবকে প্রসন্ন করতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হল দুর্গাপুরে। জমিয়ে হল খাওয়াদাওয়া।
তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। দেখা নেই বৃষ্টির। একই পরিস্থিতি দুর্গাপুরেও। রোদের দাপটে মানুষ কার্যত গৃহবন্দি। দক্ষিণবঙ্গে এখনও কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর। কবে বৃষ্টির দেখা মিলবে, সেই অপেক্ষায় দিনগুনছেন সকলে। এরই মাঝে বৃষ্টির আশায় মহা ধুমধাম করে আয়োজন করা হল ব্যাঙের বিয়ের।
[আরও পড়ুন: দফায় দফায় অবরোধ-সরকারি বাস চলাচলেও বাধা, আদিবাসীদের বন্ধে ভোগান্তি নিত্যযাত্রীদের]
বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর কনিস্ক এভিনিউয়ের শিবমন্দিরে জড়ো হয়েছিলেন এলাকার বহু মানুষ। নির্ধারিত সময়ে শুরু হয় রান্না। হাজির হন বরযাত্রী ও কনেযাত্রী। নিয়ম মেনে শুরু হয় বিয়ে। বর কনের বিয়ে দেন পুরোহিত মশাই। আয়োজন করা হয় এলাহি ভোজের। বিয়েতে আমন্ত্রণ ছিল প্রায় ২০০ অতিথির। বিয়ে শেষে বর ও কনেকে ছেড়ে দেওয়া হয় পুকুরে। দুর্গাপুরবাসীর আশা, এবার প্রসন্ন হবেন বরুনদেব, ঝমঝমিয়ে নামবে স্বস্তির বৃষ্টি।