Advertisement
জামুরিয়ায় লিট্টি চোখা খেতে খেতে স্থানীয়দের সঙ্গে আড্ডা অভিষেকের, হাজির সাংসদ শত্রুঘ্নও
অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়ার পরই দেখা যায় ১৫ হাজার লিট্টি শেষ।
তৃণমূলের নবজোয়ার এখন জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে আসানসোলে উৎসবের মেজাজ। হয় লিট্টি চোখা উৎসব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় লিটি চোখা উৎসবে এসে দেখেন মঞ্চ তৈরি হয়েছে। জামুরিয়ার বিধায়ককে বলেন, "মঞ্চ কেন? আমি তো ভাষণ দিতে আসিনি। মানুষের সঙ্গে লিটি চোখে খেয়ে কথাবার্তার আদান প্রদান করতাম।"
তৃণমূলের জনজোয়ার কর্মসূচিতে লিট্টি চোখা উৎসব পালনের জন্য ১৫ হাজার লিট্টি তৈরি করা হয়। পোড়া কয়লার আগুনে সেকে চলে লিট্টি। সেই লিট্টি গাওয়া ঘিয়ে ভিজিয়ে পরিবেশন করা হয়।
Published By: Paramita PaulPosted: 09:31 PM May 17, 2023Updated: 09:31 PM May 17, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
