Advertisement
অন্তঃসত্ত্বা নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ, 'প্রকৃত বন্ধু'কে হারিয়ে মনমরা অভিনেত্রী
সতীশ কৌশিকের পরিবারের পাশে থাকার আশ্বাস নীনা গুপ্তার।
ঠিক যেমন অভিনেত্রী নীনা গুপ্তা দুঃসময়ে পাশে পেয়েছিলেন সতীশকে। আত্মজীবনী 'সচ কহু তো'-তে রয়েছে তার উল্লেখ।
কাছের বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ নীনা। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেত্রী বলেন, "আজ সকালে দুঃসংবাদ পেয়ে ঘুম ভাঙল। পৃথিবীতে একমাত্র মানুষ ছিল যে আমাকে ন্যান্সি বলে ডাকত। আর আমি তাকে কৌশিকান বলে ডাকতাম। বহুদিনের সম্পর্ক আমাদের। সেই দিল্লি থেকে। কলেজ জীবন থেকে একসঙ্গে ছিলাম। আর দেখা হোক না হোক। ও আর থাকল না। খুবই দুঃখের। ওর সন্তান এবং স্ত্রীর জন্য খুব কঠিন সময়। আমি ওঁদের পাশে আছি। ভগবান ওঁদের শক্তি দিন। বিশেষত ওঁর মেয়েকে।"
Published By: Sayani SenPosted: 01:34 PM Mar 09, 2023Updated: 01:37 PM Mar 09, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
