shono
Advertisement

Breaking News

Bangladesh Election

নেই হাসিনা, কোণঠাসা হিন্দুরা! 'মুজিবগড়ে' প্রাণ হাতে ভোটের লড়াইয়ে হিন্দু মহাজোটের গোবিন্দচন্দ্র

গোপালগঞ্জ-৩ আসনটিতে প্রথমে বঙ্গবন্ধু মুজিব, পরে হাসিনা লড়েছেন।
Published By: Sucheta SenguptaPosted: 05:45 PM Dec 28, 2025Updated: 07:37 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে, দেশের অন্দরে নিষিদ্ধ আওয়ামি লিগ। নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে (Bangladesh Election) লড়াই জমজমাট হতে চলেছে। তারই মধ্যে তাৎপর্যপূর্ণ, গোপালগঞ্জ-৩ অর্থাৎ একদা মুজিব ও পরে হাসিনার নির্বাচনী কেন্দ্র এবার নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক। দিন তিনেক আগে নিজের অনুগামীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন তিনি। সোমবার, ২৯ ডিসেম্বর তা জমা দেবেন। ইউনুসের আমলে বাংলাদেশে সংখ্যালঘুরা কোণঠাসা। এমন দুঃসময়ে গোবিন্দচন্দ্রের প্রার্থী হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং হিন্দুদের কাছে আশার।

Advertisement

হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের মনোনয়নের বিষয়টি নিয়ে গোপালগঞ্জ জেলা সভাপতি বিজন রায়, ‘‘আমাদের সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’’ মনোনয়ন ফর্ম তোলার সময়ে হিন্দু মহাজোটের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, প্রচার সম্পাদক (স্বেচ্ছাসেবক) ঝিনুক বিশ্বাস, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, হিন্দু মহাজোটের কর্মী তুষার গাইন-সহ সংগঠনের জেলা ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারির ভোটে লড়াই করা নিয়ে গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন, ‘‘আমি গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব। আগামী ২৯ ডিসেম্বর, সোমবার মনোনয়নপত্র জমা দেব। আমাকে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হতে অফার করেছিল। কিন্তু রাজি হইনি। কারণ, কোনও দলীয় প্ল্যাটফর্মে প্রার্থী হলে কথা বলা যায় না। এই জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ তাঁর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে যে অশান্তির পরিবেশ, গোবিন্দচন্দ্র জিতলে সেই ক্ষততে কিছুটা প্রলেপ পড়বে বলেই মনে করা হচ্ছে। কিছুটা ভরসাও পাবেন সংখ্যালঘুরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে মুজিব, হাসিনার আসনে লড়বেন হিন্দু প্রার্থী।
  • গোপালগঞ্জ-৩ আসনে নির্দল প্রার্থী হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক।
Advertisement