shono
Advertisement
Khaleda Zia

খালেদাকে নিয়ে টানাপড়েনের মাঝেই ফের প্রার্থী ঘোষণা বিএনপির

BNP Announces Candidates: গত সোমবার ঘোষিত হয় আরও ২৩৬ জনের নাম।
Published By: Biswadip DeyPosted: 12:56 PM Dec 06, 2025Updated: 04:27 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ঘোষিত হয়েছিল ২৩৬ জনের প্রার্থী তালিকা। এবার আরও ৩৬ জনের নাম ঘোষণা করল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Advertisement

এদিন ফখরুল বলেন, ''এর আগে, আমরা ২৩৬টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছিলাম। এবং আজ আমরা আরও ৩৬টি আসন ঘোষণা করছি। আলোচনার পর বাকি আসনগুলি আমাদের জোটের জন্য আলাদা রাখা হয়েছে।'' এর আগে গত সোমবার বিএনপির দলীয় কার্যালয়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন ফখরুল। তার আগে প্রায় পাঁচঘণ্টা বৈঠক করেন দলে ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে বিএনপির চেয়ারপার্সন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ আরও পিছিয়েছে। গতকাল, শুক্রবার বিএনপির তরফে জানানো হয়েছিল ৭ ডিসেম্বর বিদেশে নিয়ে যাওয়া হবে বর্ষীয়ান নেত্রীকে। কিন্তু পরে জানা যায়, যাত্রার সম্ভাব্য তারিখ পিছিয়ে হয়েছে ৯ ডিসেম্বর। এবং সেই তারিখও পিছোতে পারে। খালেদার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা করান। প্রায় চারমাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বিএনপি চেয়ারপার্সনের সুচিকিৎসার জন‍্য এয়ার অ‍্যাম্বুল্যান্স দিয়ে সহযোগিতা করবে কাতার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগেই ঘোষিত হয়েছিল ২৩৬ জনের প্রার্থী তালিকা। এবার আরও ৩৬ জনের নাম ঘোষণা করল বিএনপি।
  • দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
  • তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
Advertisement