সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বড় আয়োজন! ১৭ বছরের 'নির্বাসন' কাটিয়ে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman)। সব ঠিক থাকলে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় নামবেন তিনি। তাঁর আগমনকে স্মরণীয় করতে এখন আয়োজন তুঙ্গে বিএনপি শিবিরে। আগেই দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্তাব্যক্তির কথায় ইঙ্গিত ছিল, ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে। এবার তাঁর আগমনে নির্বাচনী 'খেলা' আরও জমবে বলে মত ওয়াকিবহাল মহলের।
আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির শুক্রবার রাতে এই খবর নিশ্চিত করেছেন। এই ঘোষণার পর দলের নেতা-কর্মীরা নতুন করে চাঙ্গা হয়েছে। বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ তারেককে স্বাগত জানাতে ঢাকায় জমায়েত করবেন। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান, বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটবে। ফখরুল ইসলামের কথায়, ‘‘তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে। দেশের রাজনৈতিক চেহারা বদলে যাবে।’’
বাংলাদেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। এই লক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুনর্গঠন করা হয়েছে। সিএসএফের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। নতুন করে সিএসএফের দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম। এছাড়া সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। এ থেকেই স্পষ্ট, জামাত-কাঁটা উপড়ে ফেলতে ইউনুস সরকার বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তারেক রহমান ফিরলে সেই সমীকরণ আরও খানিকটা স্পষ্ট হবে।
