shono
Advertisement
Halisahar

কল্যাণীতে বিস্ফোরণের পর হালিশহরে উদ্ধার ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি! আটক ১

এদিকে, কল্যাণীর বাজি কারখানার মালিকের বাড়িতে থাকা নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করতে এলাকায় পৌঁছিয়েছে সিআইডি বম্ব স্কোয়াডের দল ।
Published By: Subhankar PatraPosted: 02:41 PM Feb 09, 2025Updated: 02:47 PM Feb 09, 2025

অর্ণব দাস, ও সুবীর দাস: কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে চারজনের। ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পার্শ্ববর্তী জেলা প্রশাসন। কাঁচরাপাড়া ও হালিশহর পুর এলাকায় তল্লাশি চালিয়ে সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হালিশহরের ৩ নম্বর ওয়ার্ডে সরকার পাড়ায় দেবু খান নামে এক বাজি ব্যবসায়ীর বাড়িতে বিজপুরের এসিপির নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় পুলিশ। দেবু বাড়ির পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের নিষিদ্ধ শব্দবাজি। কোথা থেকে কীভাবে এত শব্দবাজি মজুত হল? তা নিয়ে প্রশ্ন উঠছে। এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আরও কিছু জায়গায় অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

কল্যাণীর বিস্ফোরণের পর বাজি কারখানা নিয়ে প্রশ্ন উঠে। সেই আবহে বারাকপুর কমিশনারেট এলাকাতেও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে তৎপর হল বারাকপুর পুলিশ কমিশনারেট।

এদিকে, কল্যাণীর বাজি কারখানার মালিকের বাড়িতে মজুত থাকা নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করতে এলাকায় পৌঁছিয়েছে সিআইডি বম স্কয়াডের টিম। উপস্থিত দমকল বিভাগের কর্মীরাও। রবিবারেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে চারজনের।
  • ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পার্শ্ববর্তী জেলা প্রশাসন।
  • কাঁচরাপাড়া ও হালিশহর পুর এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ।
Advertisement