shono
Advertisement

ফের দিঘায় স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু পর্যটকের

শনিবারই মন্দারমণির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছিল এক মহিলা পর্যটকের। The post ফের দিঘায় স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু পর্যটকের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Jun 30, 2019Updated: 07:07 PM Jun 30, 2019

রঞ্জন মহাপাত্র, কাঁথি: শনিবার বিকেল নাগাদই মন্দারমণির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছিল এক মহিলা পর্যটকের। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সলিল সমাধি হল এক পর্যটকের। এবার ঘটনাস্থল দিঘা।

Advertisement

[আরও পড়ুন: সিসিটিভি ফুটেজেই ফাঁস কারসাজি, ক্রেতা সেজে সোনার দোকানে চুরি করতে গিয়ে ধৃত মহিলা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরুপ ঘোষ (৩০)। বাড়ি উওর ২৪ পরগনার বাদুড়িয়ায়। রবিবার সমুদ্র স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। ঢেউয়ের মধ্যে দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন তিনি। আর তাতেই বিপদ ডেকে আনেন। মৃতের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। তবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে না যেতে সতর্কও করা হয়েছে। অতিরিক্ত জলোচ্ছ্বাসের জন্য পর্যটকদেরও সমুদ্র স্নানে যেতে নিষেধ করা হয়েছে। তারই মধ্যে ঢেউয়ের টানে এগিয়ে যাওয়ার ফল ভোগ করতে হল বাদুড়িয়ার যুবককে।

গতকাল বিকেলে মন্দারমণিতে স্বামী ও বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন কলকাতার কেষ্টপুরের বাসিন্দা মধুমিতা মণ্ডল (২৯)। সেইসময় জোয়ার এলে হঠাৎই ডুবে যান তিনি। পাশাপাশি সমুদ্রের জলও খেয়ে ফেলেন। স্বামী ও বন্ধুরা উদ্ধার করে মহিলাকে হোটেলে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে মধুমিতা দেবীকে বালিসাই বড়রাঙ্কুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, ফণীর পরে সমুদ্রে যত্রতত্র গর্তের সৃষ্টি হয়েছে। তাই হয়তো জোয়ারের সময় গর্তে পড়ে ডুবে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছিল।

[আরও পড়ুন: ঠাকুরনগরে প্রকট বিজেপির গোষ্ঠীকোন্দল, মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের]

The post ফের দিঘায় স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু পর্যটকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement