shono
Advertisement
Kalna

সোশাল মিডিয়ায় প্রেম, বিয়ের পর দেহ ব্যবসা! কালনার ভাড়াবাড়িতে যৌনকর্মীর রহস্যমৃত্যু

স্বামীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 09:05 PM Dec 23, 2024Updated: 09:18 PM Dec 23, 2024

অভিষেক চৌধুরী, কালনা: কালনায় যৌনকর্মীর রহস্যমৃত্যু। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে দেহ। সোশাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে, তারপর আচমকা পেশা হিসেবে দেহ ব্যবসা বেছে নেন তরুণী। কয়েকমাসের ব্যবধানেই তাঁর মৃত্যুতে শোরগোল কালনায়।  ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রহস্যভেদের লক্ষ্যে শুরু তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ওই তরুণী। বছর তিনেক আগে সোশাল মিডিয়ায় বিহারের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিবার সম্পর্ক মানেনি। বাড়ির অমতেই বিয়ে করে নেয় তাঁরা। বাড়িতে জানিয়েছিলেন, তাঁরা ভালো আছে। হঠাৎ কয়েকমাস আগেই কালনা শহরের কদমতলা এলাকায় ঘর ভাড়া নেন তরুণী। এলাকার বাসিন্দারা জানতেন তিনি দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

মৃতার বাবা জানায়, “বিহারের একটি ছেলের সঙ্গে ফেসবুকে মেয়ের পরিচয় হয়েছিল। তারপরই ওই ছেলেটিকে তিন বছর আগে বিয়ে করে মেয়ে। যদিও সেই বিয়ে আমরা মেনে নিতে পারেনি। এখনও কোনও সন্তান হয়নি। পরে মেয়ে জানায়, ওই রাজ্যেই সে নাচগান করত। আট-নয় মাস আগে মেয়ে কালনায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। একমাস আগে আমাদের বাড়িও যায়।” কিন্তু তারপর কী হল, জামাইয়ের সঙ্গে সম্পর্ক আদৌ ঠিক ছিল কি না, সেবিষয়ে পুরোপুরি অন্ধকারে মৃতার পরিবার। মৃতার স্বামীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালনায় যৌনকর্মীর রহস্যমৃত্যু। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে দেহ।
  • সোশাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে, তারপর আচমকা পেশা হিসেবে দেহ ব্যবসা বেছে নেন তরুণী। কয়েকমাসের ব্যবধানেই তাঁর মৃত্যুতে শোরগোল কালনায়। 
  • ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রহস্যভেদের লক্ষ্যে শুরু তদন্ত।
Advertisement