shono
Advertisement

‘কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের

‘গণতন্ত্রকে শোকতন্ত্রে পরিণত করার চেষ্টা করছে তৃণমূল’, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর৷ The post ‘কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Feb 02, 2019Updated: 03:12 PM Feb 02, 2019

রাজকুমার, আলিপুরদুয়ার: অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সাহায্য করছে না রাজ্য সরকার৷ আলিপুরদুয়ারের ফালাকাটার সভামঞ্চ থেকে এ ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজনাথ সিং৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর প্রয়োজন রয়েছে৷ সে জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্র৷ কিন্তু রাজ্য জমি দিতে অস্বীকার করে৷ ফলে কেন্দ্র চাইলেও, অনুপ্রবেশ রুখতে আগ্রহ নেই রাজ্য সরকারের৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ রাজনাথের সাফ কথা, “তৃণমূলের রাজ্যে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়৷” 

Advertisement

[ঠাকুরনগরে মতুয়াদের পাশে মোদি, নাগরিকত্ব বিলে চাইলেন তৃণমূলের সমর্থন]

অনুপ্রবেশ ইস্যুতে এর আগেও বিজেপি নেতারা মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এই আক্রমণ নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, এ রাজ্যে বিরোধীদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে প্রায় একশোজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে৷ নেতাদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি৷ বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না৷ গণতন্ত্রকে শোকতন্ত্রে পরিণত করার চেষ্টা করছে এ রাজ্যের তৃণমূল সরকার৷

[রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ, সপ্তাহান্তে প্রায় উধাও শীত ]

এ দিনে বক্তৃতার প্রথম থেকেই রাজ্যের শাসকদলের ঝাঁজালো সমালোচনা করেন রাজনাথ সিং৷ তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে দালালরাজ চলছে৷ বামেরা যে ভাবে মানুষের উপর অত্যাচার চালাত, একই পথ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘২০২১-এ এ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে৷ সোনার বাংলার গড়ব আমরা৷’’ কৃষকদের হাতিয়ার করে এযাবৎ কালে বারংবার কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস ও তৃণমূল-সহ অন্য বিরোধীরা৷ এ দিনের সভা থেকে কেন্দ্রের কৃষকদরদি রূপ তুলে ধরেন রাজনাথ৷ শুক্রবার পেশ করা অন্তর্বর্তী বাজেটে ঘোষিত একাধিক কৃষিমুখী প্রকল্পের কথা এ দিনের সভা থেকে জানান তিনি৷ রাজ্যের সমালোচনা করে বলেন, ‘‘তৃণমূল সরকার কেবল প্রতিশ্রুতি দেয়৷ কিন্তু তা পূরণ করতে পারে না৷ আমরা করে দেখাই৷’’ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প এরাজ্যে ঢুকতে না দেওয়ায়, মমতা সরকারের খুব সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ অভিযোগ করেন, রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে৷ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে লড়াইয়ের মাদল বাজিয়ে দিয়ে গিয়েছেন রাজনাথ৷

The post ‘কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement