অংশুপ্রতিম পাল, খড়গপুর: রাস্তা উদ্বোধন করতে গিয়ে স্থানীয় মহিলার প্রশ্নে মেজাজ হারালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা। ওই মহিলার অভিযোগ, তাঁকে 'বাপ তুলে' কটাক্ষ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। প্রতিবাদে গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা। চরম বিক্ষোভের পরেও অবশ্য নিজের বক্তব্যে অবশ্য অনড় দিলীপ ঘোষ।

শুক্রবার সকালে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। এক মহিলা প্রশ্ন করেন, "হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।" ওই প্রশ্ন মেজাজ হারিয়ে পালটা দিলীপ ঘোষ বলেন, "টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।" এই মন্তব্যে বিরক্ত হন মহিলা। তিনি প্রশ্ন করেন, "আপনি বাপ তুলে কেন কথা বলছেন?" প্রাক্তন সাংসদের জোর গলায় বলেন, "চোদ্দো পুরুষ তুলব।" মহিলা বলেন, "কেন, কে অধিকার দিয়েছে?" দিলীপ বলেন, "বেশি ন্যাকামি করছে। টাকা দিয়েছি। ভিখারি পার্টি নই।" মহিলার দাবি, দিলীপ ঘোষ তাঁর গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন।
এরপর মহিলারা দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রাক্তন বিজেপি সাংসদ এই প্রসঙ্গে বলেন,"আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করব। কাউন্সিলর কেন আসেননি? এতদিন কেন রাস্তা হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে।" আরও সুর চড়িয়ে বিজেপি সাংসদের হুঙ্কার, "দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে। যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। হিম্মত হয় কীভাবে? ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না আর ঘেউ ঘেউ করে।" দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। প্রাক্তন বিজেপি সাংসদের মন্তব্যের নিন্দায় সরব রাজ্যের শাসক শিবির।