সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। কালীপুজোর সকাল থেকে নাদিয়াল থানা এলাকায় ধরনায় এক মহিলা সাব ইনস্পেক্টর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। পরে পুলিশের গাড়ি গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, ওই মহিলার নাম সোমা তরফদার। তিনি নাদিয়াল থানায় কর্তব্যরত। সম্প্রতি ছুটিতে গিয়েছিলেন তিনি। ব্যারাকে ফিরে দেখেন, তাঁর ঘর দখল হয়ে গিয়েছে। সেখানে বেশ কয়েকটি শয্যার ব্যবস্থা করা হয়েছে। তা নিয়েই শুরু অশান্তি। বিষয়টা নিয়ে ওসির সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয় সোমার। জল গড়ায় অনেক দূর। এবিষয়ে ওসি কলকাতা পুলিশের ডিসি (বন্দর)-এর কাছে রিপোর্ট পাঠান। তাতেও সোমা কোনও কথা শুনতে চাইছিলেন বলেই অভিযোগ। পরবর্তীতে ওই এসআইকে ‘ক্লোজ়’ করা হয়।
সেই অশান্তিই বৃহস্পতিবার চরম আকার নেয়। এদিন সকালে নাদিয়াল থানা এলাকায় রাস্তার উপরেই ধর্নায় বসে পড়েন ওই সাব ইনস্পেক্টর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা সেখানে যায়। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, ব্যারাকে এক ঘরে একাধিক পুলিশ কর্মী থাকতেই পারেন। কজন থাকবেন তা ঠিক হয় পুলিশকর্মীর সংখ্যার উপর। ফলত সোমার আপত্তি অযৌক্তিক বলেই দাবি পুলিশের।