shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

বালুরঘাটে চেক ড্যাম ভাঙায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, এজেন্সির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব।
Published By: Subhankar PatraPosted: 08:21 PM May 21, 2025Updated: 08:53 PM May 21, 2025

রাজা দাস, বালুরঘাট: উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন মঙ্গলবারে বালুরঘাটে আত্রেয়ীর বুকে থাকা চেক ড্যামের একাংশ ভেঙে যায়। যা নিয়ে আজ বুধবার প্রশাসনিক সভায় উস্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ড্যাম নির্মাণের কাজে নিয়োজিত এজেন্সির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সেচদপ্তরের নির্বাহী বাস্তুকারকে (এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার)। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জেলাশাসক বিজিন কৃষ্ণার কাছে ড্যাম নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।

Advertisement

এছাড়া ইতিমধ্যেই এই কাজের দেখভালের দায়িত্বে থাকা সেচ দপ্তরের ৬ জন ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ঘটনার দিন নিজের কার্যালয়ে না থাকায় শোকজ করা হয়েছে চিফ ইঞ্জিনিয়ারকে (উত্তর)। সেইসঙ্গে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তা রাজ্য সরকারকে অতিসত্বর রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, দলীয় বিধায়ক-সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিন বালুরঘাটে আত্রেয়ীর ভেঙে যাওয়া চেক ড্যাম নিয়ে উস্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভোরে বালুরঘাট শহর দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদী বক্ষে থাকা চেক ড্যাম ভেঙে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বছর পাঁচেক আগে পার্শ্ববর্তী দেশ আত্রেয়ীর জল আটকে দেয়। ফলে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ীর বক্ষে জল পেতেন না মানুষ। চাষাবাদের সমস্যা হত। সেই সমস্যা দূর করতে এই ড্যাম তৈরি করা হয়। এই গাফিলতির জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। তদন্ত চলছে।"

জেলাশাসক জানিয়েছেন, বাঁধ মেরামত করা হচ্ছে। এবং আগামী ১০ দিনের মধ্যে বাঁধ মেরামতের কাজ শেষ হবে। সমস্যাগুলি দেখে সেচদপ্তরকে নিয়ে ড্যামের কাজ হবে বলে জানিয়েছেন জেলাশাসক। পাশাপাশি, নদীর ডাউন স্টিমে কোথায় কী সমস্যা তা দেখতে সমস্ত পুরসভা ও পঞ্চায়েত প্রতিনিধিদের সজাগ থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৩১ কোটি টাকা বরাদ্দে ড্যাম তৈরির কাজটি শেষ হয় ২০২৩ সালে। মানুষের উপকারে ১৯৫ মিটার লম্বা এবং ২ মিটার উচ্চতার এই ড্যাম নির্মাণ করা হয়। কিন্ত চলতি ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে ড্যামের পশ্চিমপ্রান্তে সিঁড়ি-সহ বাঁধের কিছু অংশ ভেঙে যায়। যার মেরামতি চলছিল। এরমধ্যেই মঙ্গলবার রাতে জলের তোড়ে ড্যামের ৪০ ফিট কংক্রিটের অংশ ভেঙে তলিয়ে যায়। 

উল্লেখ্য, নিজেদের এলাকায় র‍্যাবার ড্যাম করে আত্রেয়ী নদীর জল নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ। খরার মরশুমে প্রায় জল শুন্য অবস্থায় থাকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও কুমারগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত আত্রেয়ীর বিস্তৃর্ণ এলাকা। এই নদীর জলস্তর স্বাভাবিক রাখতে বালুরঘাটে আত্রেয়ী নদীর বুকে দ্রুত চেক ড্যাম বা স্বল্প উচ্চতার বাঁধ তৈরির নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাছ চাষ, কৃষিসেচ-সহ ওই নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকার স্বার্থে ড্যাম তৈরি করা হয়। সেই ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন মঙ্গলবারে বালুরঘাটে আত্রেয়ীর বুকে থাকা চেক ড্যামের একাংশ ভেঙে যায়।
  • যা নিয়ে আজ বুধবার প্রশাসনিক সভায় উস্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জেলাশাসক বিজিন কৃষ্ণার কাছে ড্যাম নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর।
Advertisement