shono
Advertisement

অশান্তি থামা দূরঅস্ত, ভাটপাড়ায় মৃতদেহ নিয়ে মিছিল থেকে পুলিশের উপর হামলা

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, আত্মরক্ষায় পালটা কাঁদানে গ্যাস পুলিশের৷ The post অশান্তি থামা দূরঅস্ত, ভাটপাড়ায় মৃতদেহ নিয়ে মিছিল থেকে পুলিশের উপর হামলা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:47 PM Jun 21, 2019Updated: 06:47 PM Jun 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে মৃত দুই বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে মিছিলকে ঘিরে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া৷ পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মীরা৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের সমর্থকদের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ৷ এলাকার পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে বলে সূত্রের খবর৷

Advertisement

[ আরও পড়ুন: জমি হাতিয়ে নিয়েছে মেয়ে, সুবিচারের দাবিতে ব্লক অফিসের সামনে ধরনা বৃদ্ধের]

জানা গিয়েছে, ময়নাতদন্তের পর শুক্রবারই মৃত দুই বিজেপি কর্মী, রামবাবু ও ধরমবীরের মৃতদেহ এসে পৌঁছায় তাঁদের বাড়িতে৷ কান্নায় ভেঙে পড়েন তাঁদের পরিজনরা৷ এরপরই তাঁদের মৃতদেহ নিয়ে শ্মশান পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নেয় জেলা বিজেপি নেতৃত্ব৷ বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের নেতৃত্বে কাঁকিনাড়া সংলগ্ন এলাকা থেকে সেই মিছিল শুরু হয়৷

অভিযোগ, মিছিল শুরুতেই পুলিশ অর্জুন সিং ও পবন সিংকে মিছিলে হাঁটতে বাধা দেয়৷ আধিকারিকরা জানান, মিছিলে এই দুই নেতা হাঁটলে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে৷ সূত্রের খবর, সেই ঘটনাকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ পুলিশ ও ব়্যাফকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন বিজেপি সমর্থকরা৷ কার্যত দিশেহারা হয়ে পালাতে দেখা যায় তাঁদের৷ পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷ এসবের মধ্যেই রামবাবু ও ধরমবীরের মৃতদেহ নিয়ে শ্মশান পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্জুন সিং৷ পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা ঘটেছে বলে অভিযোগ বারাকপুরের বিজেপি বিধায়কের৷

[ আরও পড়ুন: লোকসভায় হতাশাজনক ফলের জের, জ্যোতিপ্রিয়র ডানা ছাঁটল তৃণমূল নেতৃত্ব ]

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কার্যত মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে ভাটপাড়ায়। সঙ্গে চলেছে গুলিও। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুই৷ আহত কমপক্ষে ৫জন৷ এই ঘটনার রেশ চলছে শুক্রবারও৷ এদিন সকাল থেকেই থমথমে ছিল গোটা এলাকা। ইতিমধ্যে ভাটপাড়া ও লাগোয়া এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও ব়্যাফ। কিন্তু এই অবস্থার মধ্যেও বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ার কাঁকিনাড়া বাজারে। পুলিশের বিরুদ্ধেই এই সমস্ত ঘটনার দায় চাপিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ অশান্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ স্থানীয়দের আশঙ্কা, এই পরিস্থিতি সহজে শান্ত হওয়ার নয়৷ 

The post অশান্তি থামা দূরঅস্ত, ভাটপাড়ায় মৃতদেহ নিয়ে মিছিল থেকে পুলিশের উপর হামলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement