shono
Advertisement

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাইকর্মীরা, জমছে আবর্জনা

একাধিকবার পুরপ্রধানের সঙ্গে কথা বলেও মেলেনি সমাধান। The post স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাইকর্মীরা, জমছে আবর্জনা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Jun 29, 2019Updated: 02:47 PM Jun 29, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বনগাঁ পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের কর্মবিরতি চতুর্থ দিনে পড়ল। বেশ কিছুদিন আগেই  এই দাবিতে পুরপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন ওই পুরকর্মীরা। কিন্তু তাতে কোনও কাজ  হয়নি৷ তাই বাধ্য হয়ে কর্মবিরতি ও  অবস্থান বিক্ষোভের পথ বেছে নিয়েছেন কর্মীরা। সাফাই কর্মীদের এই বিক্ষোভের জেরে বনগাঁর বিভিন্ন প্রান্তে জমছে আবর্জনা।         

Advertisement

                    [আরও পড়ুন: গৌড় এক্সপ্রেসের এসি কামরায় লুট, বাধা দিতে গিয়ে আক্রান্ত একাধিক যাত্রী]

শাসকদলের অন্তর্দ্বন্দ্বে কার্যত মুখ থুবড়ে পড়েছে বনগাঁ পুরসভার কাজকর্ম। এরই মাঝে নিজেদের দাবিতে সরব হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন বনগাঁ পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা। ফলে বন্ধ পুরসভার অন্তর্ভুক্ত এলাকার সাফাইয়ের কাজ। জানা গিয়েছে, আন্দোলনরত কর্মীদের মধ্যে কেউ ১০ বছর ধরে কাজ করছেন পুরসভায়। কেউ আবার তার থেকেও বেশি সময়। কিন্তু এখনও স্থায়ী হননি কেউই। এমনকী বহু বছর বেতন বৃদ্ধিও হয়নি। এ বিষয়ে একাধিকবার পুরপ্রধানের দ্বারস্থও হয়েছেন তাঁরা। কিন্তু তাতে কোনও সুরাহা মেলেনি। এরই মাঝে কাউন্সিলর-পুরপ্রধানের দ্বন্দ্বে অচলাবস্থা তৈরি হয়েছে পুরসভায়। এতেই নিজেদের দাবি পূরণের সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে বলেই মনে করেছেন সাফাই কর্মীরা। সেই কারণেই বুধবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন বনগাঁ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। নিজেদের দাবি নিয়ে পুরসভার বাইরে অবস্থান বিক্ষোভেও সামিল হন তাঁরা। পথও অবরোধও করেন। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। এরপর শনিবার সকাল থেকে ফের পুরসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সূত্রের খবর, আন্দোলন ৪ দিনে পড়েছে, কিন্তু এখনও পুরসভার তরফে কোনও লিখিত আশ্বাস মেলেনি তাঁদের।

আর সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে সমস্যায় বনগাঁর বাসিন্দারা। এলাকার বিভিন্ন প্রান্তে জমছে আবর্জনা। স্থানীয়দের কথায়, “পুরসভার সাফাই কর্মীরা বরাবর সঠিক সময়ে আবর্জনা নিয়ে যায়। কিন্তু বিগত কয়েকদিন তাঁরা কাজ না করার ফলে সমস্যা হচ্ছে।” কতদিনে দাবি পূরণ হবে, সেই অপেক্ষায় আন্দোলনকারীরা।     

[আরও পড়ুন: জিনস, টি-শার্ট পরা নিয়ে আপত্তি, ফতোয়া অগ্রাহ্য করে শ্বশুরবাড়িতে ‘খুন’ নববধূ]

The post স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাইকর্মীরা, জমছে আবর্জনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement