shono
Advertisement

রাতে গর্জনের পর সকালে পায়ের ছাপ, বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা

পুলিশ ও বনদপ্তরের পাশাপাশি এলাকা পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। The post রাতে গর্জনের পর সকালে পায়ের ছাপ, বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:44 PM Jul 05, 2019Updated: 01:36 PM Jul 05, 2019

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: লালগড়ের পর এবার বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা। শুক্রবার রাতে বাঘের গর্জন শোনা যায় ওই গ্রামে। সকালে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। অনুমান, পাশের জঙ্গলে লুকিয়ে রয়েছে বাঘটি। তাই পুলিশ ও বনদপ্তরের পাশাপাশি এলাকায় পাহারা দিচ্ছেন গ্রামবাসীরাও। 

Advertisement

ঘটনা হল, বৃহস্পতিবার রাত একটা-দেড়টা নাগাদ হঠাৎই বাঘের গর্জন শোনেন চন্দ্রকোনার রামগড় গ্রামের বাসিন্দারা।  সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন তাঁরা। দেখেন, ধানজমির মধ্যে রয়েছে বাঘের পায়ের ছাপ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরকে। ঘটনাস্থলে আসেন চন্দ্রকোনা ব্লকের জয়েন্ট বিডিও অমিত নন্দী, পুলিশ ও ফরেস্ট রেঞ্জার মানস ঘোষ। আসেন ধানকুড়া ও আঁধারনয়ন রেঞ্জের বিট অফিসাররাও। এলাকা খতিয়ে দেখেন তাঁরা।   

[ আরও পড়ুন: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে ]

জানা গিয়েছে, এলাকা থেকে বাঘের পায়ের ছাপ সংগ্রহ করে রাজ্য বনদপ্তরের অফিসে পাঠানো হয়েছে।গর্জনটি বাঘেরই কি না,  বাঘ হলে তার দৈর্ঘ্য কত, সব বিশদে জানা যাবে রিপোর্ট পাওয়ার পর। তবে রেঞ্জারের প্রাথমিক অনুমান, পশুটি হয়তো বাঘ নয়। নেকড়ে হলেও হতে পারে। 

রামগড়ের পাশেই রয়েছে ধানকুড়া জঙ্গল। সেখানেই বাঘটি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান। তবে এখনও এ ব্যাপারে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তাই এলাকায় নজরদারি  জোরদার করা হয়েছে। জারি হয়েছে সতর্কবার্তাও।

বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বনকর্মীরা এলাকায় ধারাবাহিক টহল দিচ্ছেন। তাই গ্রামবাসীদের ভয়ের কোনও কারণ নেই। তা সত্ত্বেও, বাড়তি সতর্কতা হিসেবে বনকর্মীদের সঙ্গে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরাও।

ছবি- সুকান্ত চক্রবর্তী

[ আরও পড়ুন: বোমাবাজির জেরে উত্তপ্ত ভাতারের গ্রাম, ২ দুষ্কৃতীকে গণধোলাই ]

The post রাতে গর্জনের পর সকালে পায়ের ছাপ, বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement