shono
Advertisement
BJP Leader

চুল রং করার কেমিক্যালে বিষক্রিয়া? বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে ভগবানপুরে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
Published By: Sayani SenPosted: 09:32 AM Jan 27, 2025Updated: 09:40 AM Jan 27, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু। রবিবার রাতে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় মহিলার। চিকিৎসকদের দাবি, চুল রং করার কেমিক্যাল খেয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তবে কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন ওই বিজেপি নেত্রী, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

২০২৩ সালে ভোটে লড়েন নবনীতা কুইলি বর্মন। জয়ের পর ভগবানপুর ১ নম্বর ব্লকের ইলাশপুরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। সংসারের পাশাপাশি বেশ জমিয়ে রাজনীতি করতেন তিনি। স্থানীয় নেত্রী হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা ছিল নবনীতার। বিপদে আপদে সাধারণ মানুষ পাশেও পেতেন তাঁকে। বিজেপি নেত্রীর বাপেরবাড়ির লোকজনের দাবি, রবিবার রাতে আচমকাই তাঁরা জানতে পারেন নবনীতা হাসপাতালে ভর্তি। কোনওক্রমে ওই হাসপাতালে দৌড়ে আসেন তাঁর পরিবারের লোকজন। হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন, নবনীতার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় তমলুকে এক বেসরকারি হাসপাতালে। তবে বিশেষ লাভ হয়নি। মৃত্যু হয় নবনীতার।

চিকিৎসকদের দাবি, চুলে রং করার কেমিক্যালে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে নবনীতা। আত্মহননের পথ বেছে নিয়েছেন বিজেপি নেত্রী নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের দাবি, রাজনীতি অতিরিক্ত জড়িয়ে পড়ার ফলে সংসারে সেভাবে সময় দিতে পারতেন না নবনীতা। তা নিয়ে ইদানীং নাকি দাম্পত্য সম্পর্ক কিছুটা নষ্ট হচ্ছিল। সে কারণেই সম্ভবত নবনীতা চরম সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নবনীতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু।
  • চিকিৎসকদের দাবি, চুল রং করার কেমিক্যাল খেয়ে মৃত্যু হয়েছে তাঁর।
  • প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি।
Advertisement