shono
Advertisement

‘ধর্মাচরণে বাধা দিই, প্রমাণ করতে পারলে ওঠবোস করব’, ফের মোদিকে চ্যালেঞ্জ মমতার

‘বুদ্ধবাবুর বিজেপি বিরোধী অবস্থান আছে’, সিপিএম-বিজেপি আঁতাঁত নিয়ে নরম সুর মমতার৷ The post ‘ধর্মাচরণে বাধা দিই, প্রমাণ করতে পারলে ওঠবোস করব’, ফের মোদিকে চ্যালেঞ্জ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM May 12, 2019Updated: 05:59 PM May 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত লম্বা সময় ধরে নির্বাচন হওয়ায় সরকারি কাজ ব্যাহত হচ্ছে৷ ১২ মাসের কাজ ৩ মাসের মধ্যে কীভাবে শেষ হবে? রবিবার দক্ষিণ ২৪ পরগনায় লাগাতার চারটি সভা থেকে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী৷ এত গরমে সাত দফায় ভোটগ্রহণ পর্ব চলছে, তা নিয়ে আগে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বারুইপুরের সভায় আরও সামনে আনলেন সমস্যাগুলো৷ জানালেন, গরমে এত সভা করতে করতে তাঁর ডিহাইড্রেশন হয়ে গিয়েছে৷ তারপরই সরব হলেন এই অভিযোগে, ভোটের জন্য সবমিলিয়ে প্রায় মাস তিনেক সময় কেটে যাচ্ছে৷ নির্বাচনী বিধি লাগু থাকায় সরকারি কাজকর্ম করা যাচ্ছে না৷

Advertisement

[ আরও পড়ুন :ঘাটালের অশান্তির জন্য ভারতীকে দায়ী করেও সৌজন্য বজায় রাখলেন দেব]

রবিবার রাজ্যে ষষ্ঠ দফা ভোটের দিনও মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনার ঝটিকা সফরে কয়েক ঘণ্টার মধ্যে ৪টি জনসভা করেছেন৷ ক্যানিংয়ে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে ভোটপ্রচার করতে গিয়ে তিনি ধর্ম নিয়ে বিজেপির অভিযোগের জবাব দেন৷ কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘প্রমাণ করুক এখানে আমি পুজো করতে দিই না৷ যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি একশোবার কান ধরে ওঠবোস করব৷ আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে উনি কান ধরে ওঠবোস করবেন৷ ডিরেক্ট চ্যালেঞ্জ রইল৷’ রাজ্যে বিয়াল্লিশে ৪২টি আসন দখল করে দেশে থেকে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদিকে বিদায় দিতে হবে বলে তিনি ভোটারদের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান৷ তৃণমূল বিয়াল্লিশটি আসন পেলে দিল্লিতে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ অগ্রাধিকার থাকবে বাংলার৷

[ আরও পড়ুন : রঘুনাথপুরে ঘোরাঘুরি সশস্ত্র দুষ্কৃতীদের! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে উত্তেজনা]

বারুইপুরের সভা থেকে ঘাটালে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাহিনী বিজেপির হয়ে ভোট করাচ্ছে অভিযোগ তুলে হুঁশিয়ারির সুরে বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর কাজ, ভোট শান্তিপূর্ণ হচ্ছে কি না তা দেখা৷ অশান্তি থামাতে গুলিচালনা বা লাঠিচার্জ করা নয়৷ এফআইআর করারও ক্ষমতা নেই৷ মনে রাখবেন, রাজ্য পুলিশের অনুমতি ছাড়া এধরনের কোনও অ্যাকশন নেওয়া যায় না৷’ বিভিন্ন স্থানের নামবদল নিয়ে বিজেপিকে তোপ দেগে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিহাস, ভূগোল তো পালটে দিচ্ছে৷ এলাহাবাদের নাম, মোগলসরাইয়ের নাম পালটে দিয়েছে৷ যাঁরা অধ্যাপক, শিক্ষক, তাঁরা আরও ভাল জানবেন কীভাবে সব বদলে দেওয়া হচ্ছে৷’

[ আরও পড়ুন : ওসির নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা, পুলিশের জালে যুবক]

এতদিন ধরে সিপিএম-বিজেপির আঁতাত নিয়ে প্রতিটি সভায় সরব হলেও, রবিবার যাদবপুরের তৃণমূলের তারকা প্রার্থী মিমির সমর্থনে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব সিপিএম খারাপ নয়৷ বুদ্ধদেববাবুকে দেখতে গিয়ে আমি কথা বলে বুঝেছিলাম, ওনারা যতই ভুল করুন, উনি বিজেপি বিরোধী স্ট্যান্ড নিয়েছেন৷ জ্যোতিবাবু থাকলেও হয়তো তাই-ই বলতেন৷ সিপিএমের সবাই বিজেপির সঙ্গে চলে যায়নি৷

The post ‘ধর্মাচরণে বাধা দিই, প্রমাণ করতে পারলে ওঠবোস করব’, ফের মোদিকে চ্যালেঞ্জ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement