shono
Advertisement

পাহাড়ের কোলে ঘুম ভাঙবে যেখানে

কোনও এক ভোরবেলায় যদি পাহাড়ের কোলে ঘুম ভাঙে তবে কার না ভাল লাগে? The post পাহাড়ের কোলে ঘুম ভাঙবে যেখানে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM Aug 11, 2016Updated: 04:09 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও এক ভোরবেলায় যদি পাহাড়ের কোলে ঘুম ভাঙে তবে কার না ভাল লাগে? বিশেষ করে ‘ট্রাভেল’ শব্দটির অর্থ যখন নতুন প্রজন্মের কাছে দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে৷ যখন গোছানো পরিপাটি ঘুরতে যাওয়ার থেকে হঠাৎ করে এক পাহাড়যাপন কিংবা ট্রেকিং মন টানে পর্যটকদের, তখন ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা অবশ্যই হতে পারে দক্ষিণ ভারতের মূল্যায়নগিরি পর্বত৷

Advertisement

কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত এই মূল্যায়নগিরি পাহাড় কর্ণাটকের সর্বোচ্চ স্থান৷ বাবাবুদান পর্বতমালার অংশ এই মূল্যায়নগিরি যেন প্রাকৃতিক সৌন্দর্যের আঁতুরঘর৷ পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য, হিম শীতল আবহাওয়া, পাহাড় চূড়ায় শিব মন্দির এবং আদর্শ ট্রেকিং, সব মিলিয়ে জমে উঠতে পারে মূল্যায়নগিরি ভ্রমণ৷ ভ্রমণপ্রিয়রা নিজেদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ভোরবেলা ট্রেক করে এই পাহাড়ের চূড়ায় পৌঁছনোর অভিজ্ঞতা নাকি স্বর্গীয়৷ সকাল সাতটার মধ্যে সেই স্থানে পৌঁছলে নাকি নিজেকে এক অদ্ভুত সুন্দর সকাল উপহার দেওয়া সম্ভব৷

শীতকালের শুরুতে এই জায়গা ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ৷ বছরের অন্যান্য সময়ও এই পাহাড়ের সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আসাই যায়, তবে শীতের শুরুতে পাহাড়ের মাধুর্য অন্য মাত্রা পায়৷

কী ভাবে পৌঁছবেন?

চিকমাগালুরে কোনও রেল স্টেশন নেই৷ তাই এখানে পৌঁছতে গেলে যদি ট্রেন সফরকে সঙ্গী করেন, তবে বিরুর, কাদুর প্রভৃতি রেল স্টেশনগুলিতে নেমে, পরবর্তী সফরে যেতে হবে৷

ট্রেনে না হলেও সড়কপথে খুব সহজেই পৌঁছনো যায় চিকমাগালুরে৷ চিকমাগালুর থেকে বাসে করে মূল্যায়নগিরি পাহাড়ের চূড়ায় পৌঁছনোরও ব্যবস্থা রয়েছে৷

The post পাহাড়ের কোলে ঘুম ভাঙবে যেখানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement