shono
Advertisement
Alia Bhatt

পাকিস্তানে যাচ্ছেন আলিয়া ভাট! ফিল্ম সংগঠনের নিষেধাজ্ঞা উড়িয়ে কোন 'মিশনে' কাপুরবধূ?

পাকিস্তানে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া খোদ। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 02:56 PM Dec 11, 2025Updated: 04:55 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক ধরেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করেছে সিনে সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও পাক শিল্পীদের সঙ্গে 'সর্দারজি থ্রি'তে কাজ করে বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। সেটা পঁচিশ সালের মাঝামাঝি সময়ের কথা। পহেলগাঁও হামলার পর আবারও প্রতিবেশী দেশের শিল্পীদের নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে বলিউডে। এমন আবহে আলিয়া ভাটের (Alia Bhatt) পাকিস্তানে যাওয়ার কথা শোনা গেল! কিন্তু কোন মিশনে প্রতিবেশী দেশে পা রাখতে চলেছেন কাপুরদের বউমা?

Advertisement

আসলে আলিয়া সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য জেদ্দায় উড়ে গিয়েছেন। বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে 'নেপোকিড' তকমা পাওয়া আলিয়া বর্তমানে পশ্চিমী বিনোদুনিয়াতেও নিজের জায়গা করে নিয়েছেন 'হার্ট অফ স্টোন' সিনেমার সুবাদে। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন' বললেও অত্যুক্তি হয় না! দ্বিতীয় ছবি 'হাইওয়ে' থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। সেই প্রেক্ষিতেই মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র উৎসবে জনৈক পাকিস্তানি সাংবাদিক আলিয়াকে প্রশ্ন ছোড়েন, আপনি কি পাকিস্তানে যাবেন কখনও? জবাবে বলিউড অভিনেত্রী যা বললেন, সেটাই বর্তমানে বিনোদুনিয়ার চর্চার শিরোনামে।

যদিও সোজাসুজি সেই প্রশ্নের উত্তর দেননি আলিয়া, তবে অমতও করেননি। অভিনেত্রী বলেন, "কাজের জন্য আমাকে যেখানে যেতে হবে, সেখানেই যাব।" আলিয়াকে এও জিজ্ঞেস করা হয় যে, আন্তর্জাতিক ময়দানে ভারতের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কি বাড়তি চাপ থাকে? সেক্ষেত্রে অভিনেত্রী বলেন, "একদমই নয়, বরং এটা আমার জন্য ভীষণই গর্বের বিষয়।" তবে ভবিষ্যতে সিনেমার কাজের জন্য যে তিনি পাকিস্তানে যেতে রাজি, সেকথা স্পষ্ট করে দিলেন কাপুরদের বউমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসলে আলিয়া সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য জেদ্দায় উড়ে গিয়েছেন।
  • মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র উৎসবে জনৈক পাকিস্তানি সাংবাদিক আলিয়াকে প্রশ্ন ছোড়েন, আপনি কি পাকিস্তানে যাবেন কখনও?
  • অভিনেত্রী বলেন, "কাজের জন্য আমাকে যেখানে যেতে হবে, সেখানেই যাব।"
Advertisement