সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক বিমান বিভ্রাটের ঘটনা তুলে ধরলেন নয়ের দশকের অভিনেত্রী নীলম কোঠারি। তুলে ধরলেন আন্তর্জাতিক বিমান সংস্থার দায় সারা ব্যবহারের কথা। এক্স হ্যান্ডেলে সম্প্রতি একটি পোস্ট করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেখানেই তিনি এক আন্তর্জাতিক বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে জানান যে, বিমানে সফর করার সময় সেখান থেকে যাত্রীদের দেওয়া খাবার খেয়ে তিনি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।' এছাড়াও আর কী কী অভিযোগ জানান তিনি?
নীলম তাঁর ওই পোস্টে লেখেন, 'সম্প্রতি টরন্টো থেকে মুম্বই ফেরার পথে বিমানে যাত্রার সময় আমি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। এই অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানোর মতো নয়। বিমান থেকেই যাত্রী সাধারণকে দেওয়া খাবার খেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওই খাবার খেয়ে আমার রীতিমতো শরীর খারাপ লাগতে শুরু করে। আমার এক সহযাত্রী আমাকে সাহায্য করেন ওই সময়। আমি অসুস্থ হয়ে পড়ার পর ওই বিমান সংস্থার তরফে কোনওরকম দায়িত্ব নেওয়া হয়নি।'
নীলম আরও বলেন যে, 'ওই অবস্থায় বিমানের ক্রু মেম্বারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম পরিষেবা মেলেনি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ওই বিমান প্রায় ন ঘণ্টা দেরিও করেছিল। সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। যা এককথায় আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব। এমন দায়িত্বজ্ঞানহীনতা একটা আন্তর্জাতিক বিমান সংস্থার থেকে সত্যিই কাম্য নয়। দয়া করে এই বিষয়টায় নজর দিতে অনুরোধ করব।' নীলমের ওই পোস্টের পরই নড়ে বসে ওই আন্তর্জাতিক বিমান সংস্থা। মেসেজ মারফত ক্ষমা চায় অভিনেত্রীর কাছে। লেখে, 'আমরা এই ঘটনায় খুবই দুঃখিত। আমাদের সমস্ত ঘটনাটি দয়া করে বিস্তারিত জানাবেন। তাহলে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ করতে সুবিধা হবে।'
