Advertisement
নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, সন্ধেয় একসঙ্গে হাজির হস্তশিল্প মেলায়
শিল্পীদের সঙ্গে কথাও বলেন মমতা-অভিষেক।
রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনের ইকোপার্কে চলছে হস্তশিল্প মেলা। সোমবার সন্ধেয় সেখানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মহিলাদের স্বনির্ভর করতেই এই উদ্যোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা অংশ নিয়েছেন এই মেলায়। তাঁদের সঙ্গে কথা বললেন মমতা-অভিষেক।
এদিন বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেন অভিষেক। আধ ঘণ্টা পর বেরিয়ে যান অভিষেক। যদিও তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তারপর সন্ধেয় দু'জনকে একসঙ্গে দেখা গেল হস্তশিল্প মেলায়।
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে প্রতি বছর হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। করোনার প্রকোপে মেলার জৌলুস কমেছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে ফের ছন্দে ফিরেছে মেলা।
Published By: Sulaya SinghaPosted: 08:26 PM Nov 28, 2022Updated: 08:32 PM Nov 28, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
