সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত এশিয়া কাপে ভারতীয় দল। মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ভারতীয় দল ঘোষণা করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। ১৫ জনের দলে বড় দায়িত্ব পেলেন শুভমান গিল। টেস্ট অধিনায়ককে এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলে সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার। ডাক পাননি যশস্বী জয়সওয়ালও।
যশস্বী বা শ্রেয়স আইয়ার কেন বাদ পড়লেন? আগরকরের উত্তর, "যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।" সেখানেই প্রশ্ন, তাহলে শুভমান গিল কেন? কারণ, গিল শেষবার টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেছিলেন ২০২৪-র ৩০ জুলাই।
ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কুড়ি-বিশের দলে ফিরছেন তিনি। সঙ্গে পাবেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংকে। টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা পেসার অর্শদীপ। এর পাশাপাশি দলে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো স্পিনার রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। যার মাঝে বাদ পড়ে গেলেন ওয়াশিংটন সুন্দর।
এশিয়া কাপ
ভারতীয় দল
অভিষেক শর্মা
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
তিলক বর্মা
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
শুভমান গিল (সহ-অধিনায়ক)
হার্দিক পাণ্ডিয়া
অক্ষর প্যাটেল
বরুণ চক্রবর্তী
জশপ্রীত বুমরাহ
অর্শদীপ সিং
হর্ষিত রানা
জিতেশ শর্মা (উইকেটকিপার)
রিঙ্কু সিং
কুলদীপ যাদব
শিবম দুবে
স্ট্যান্ড বাই
প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে।
আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি-
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান
