shono
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! চোটে অনিশ্চিত কামিন্স, নেতৃত্ব দেবেন কে?

কামিন্স না খেলতে পারলে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে উঠে আসছে দুজনের নাম।
Published By: Arpan DasPosted: 12:58 PM Feb 05, 2025Updated: 12:58 PM Feb 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা অস্ট্রেলিয়া দলে! চোটের জন্য অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে খেলেননি। নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স না খেললে স্মিথকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। অবশ্য তালিকায় নাম আছে ট্র্যাভিস হেডেরও।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে কামিন্সের নেতৃত্বে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য খেলছেন না। পিতৃত্বকালীন ছুটিতে আছেন অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় সন্তান জন্মের জন্য এই সিরিজে তিনি খেলছেন না বলেই জানা যাচ্ছে। তবে তার একটা বড় কারণ চোটও। আর সেটা জানিয়ে দিলেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। গোড়ালির চোটের জন্য কামিন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে ম্যাকডোনাল্ড জানালেন, "প্যাট কামিন্স এখনও বল করার মতো অবস্থায় আসেননি। ফলে এখনও ও অনিশ্চিত। তাই আমাদের একজন অধিনায়ক চাই।" আর সেখানে নাম উঠে আসছে দুজনের। স্মিথের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কাতেও তাঁর কাঁধেই দায়িত্ব। অন্যদিকে ফর্মে থাকা ও স্মিথের থেকে কম বয়সি হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে বলেই অনুমান।

সেই বিষয়ে ম্যাকডোনাল্ড বলেন, "স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে নিয়ে আমাদের আলোচনা চলছে। স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভালো দায়িত্ব সামলেছে। তবে কামিন্সের খেলার সম্ভাবনা কম। সেটা আমাদের জন্য দুঃখজনক।" তিনি আরও জানান কামিন্স ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। কয়েকদিনের মধ্যে মেডিক্যাল রিপোর্ট চলে আসার সম্ভাবনা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা অস্ট্রেলিয়া দলে! চোটের জন্য অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স।
  • সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে খেলেননি। নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ।
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স না খেললে স্মিথকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। অবশ্য তালিকায় নাম আছে ট্র্যাভিস হেডেরও।
Advertisement