আলাপন সাহা: আইপিএল ইতিহাসে এই প্রথম। এর আগে বাংলা থেকে কোনও আম্পায়ারকে আইপিএলের মঞ্চে দেখা যায়নি। এবারের আইপিএল দেখবে একজন বাঙালিকে ম্যাচ পরিচালনা করতে। অভিজিৎ ভট্টাচার্য।
অবশ্য এর আগে আইপিএলে দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু সব ম্যাচেই চতুর্থ আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। সেটাও দু’বছর আগে। গত আইপিএলে আম্পায়ারদের প্যানেলে তাঁকে রাখা হয়নি। তবে বঙ্গ আম্পায়ার এবার আইপিএলে ছ’টা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন। যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। রয়েছে আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচ। এছাড়াও আরও পাঁচটা ম্যাচে তাঁকে চতুর্থ আম্পায়ারের দায়িত্বও দেওয়া হয়েছে।
বোর্ড সূত্র মারফত জানা গেল, গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত সাফল্যের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন অভিজিৎ। রনজি ট্রফির বেশ কয়েকটা হাইভোল্টেজ ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। এই মরশুমে রনজি কোয়ার্টার ফাইনাল, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি আর বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালেও দায়িত্ব ছিলেন অভিজিৎ। দলীপ ট্রফির ম্যাচ করেছেন। ভারতীয় এ দলের ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছিল।
ডব্লুপিএলেও বেশ কয়েকটা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। শোনা গেল, শেষ কয়েক বছর বঙ্গ আম্পায়ারের পারফরম্যান্সের বেশ ভালো। তারই ভিত্তিতে আইপিএলে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎকে। বাংলা ক্রিকেটমহলেও বলা হচ্ছে, গত কয়েক বছর ধরে যেরকম সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন, এবারের আইপিএলে তার পুরস্কার পেয়ে গেলেন বঙ্গ এই আম্পায়ার।
