সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনায় প্রবল ক্ষুব্ধ সুনীল গাভাসকর। এমনকী এশিয়া কাপ থেকে পাকিস্তানকে সরিয়ে দেওয়ার দাবিও করেছিলেন তিনি। এবার পালটা এল বর্ডারের ওপার থেকে। ভারতীয় কিংবদন্তির বক্তব্যকে রীতিমতো 'বোকার মতো' বলে তোপ দাগলেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।
চলতি বছর সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দু'দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হয়েছে। সেই প্রসঙ্গে গাভাসকর বলেছিলেন, “যা ঘটছে তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, তবে মোটেও অবাক হব না। যদি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির থাকে, তবে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন।” সোজা কথায় পাকিস্তানকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে রাখার কোনও দরকার নেই।
তাতেই বেজায় খেপেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। গাভাসকরকে লক্ষ্য করে একের পর এক তোপ দেগেছেন তাঁরা। যেমন মিঁয়াদাদ বলেছেন, "আমি বিশ্বাসই করতে পারছি না সানি ভাই এটা বলেছেন। উনি সম্মানীয় ব্যক্তি, মাটির মানুষ। উনি তো সব সময় রাজনীতি থেকে দূরে থাকেন।" একই বক্তব্য প্রাক্তন পাক স্পিনার ইকবাল কাসিমের। তিনি বলেন, "গাভাসকর দুই দেশেই সম্মান পান। রাজনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলা উচিত নয়।"
কিন্তু বর্তমান পরিস্থিতি তো সেই কথা বলছে না। গাভাসকর মূলত সেটা নিয়েই সোচ্চার হয়েছেন। যা নিয়ে বাসিত আলি সব সীমা ছাড়ালেন। গাভাসকরের মন্তব্যকে 'বোকার মতো' বলে তাঁর বক্তব্য, "আগে তদন্ত হোক। ক্রিকেট সব সময় রাজনীতির ঊর্ধ্বে থাকবে।" কিন্তু দেশের স্বার্থ ও নিরাপত্তার উপরে নিশ্চয়ই নয়। গাভাসকর কিন্তু সেটার কথাই বলছেন।
