সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম। স্বাভাবিকভাবেই ভারতীয় টেস্ট দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের জবাব কিনা গম্ভীর দিতে চাইছেন ওয়ানডে সিরিজ জিতে। তাও এমন দু'জনের সৌজন্যে যাঁদের তিনি টেস্ট দল থেকে একপ্রকার অবসর নিতে বাধ্য করেছেন। সেই রোহিত-কোহলি জুটির সৌজন্যে সিরিজ জয়ের পর 'কটু' প্রশ্নে মেজাজ হারালেন ভারতীয় দলের কোচ। গম্ভীর বলে গেলেন, "সবার নিজের সীমার মধ্যে থাকা উচিত।"
আসলে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হারের পর গম্ভীরের পরীক্ষানিরীক্ষা এবং দল নির্বাচনের বিস্তর সমালোচনা হয়েছে। এমনকী দিল্লি ক্যাপিটালসের ‘মালিক’ পার্থ জিন্দাল সরাসরি বলে দিয়েছেন, এবার লালবলের ক্রিকেটে আলাদা কোচ দরকার। পার্থ বলেন, "আমাদের টেস্ট দলকে ঘরের মাঠে এতখানি দুর্বল হতে দেখিনি। আসলে লাল বলের বিশেষজ্ঞ ক্রিকেটারদের দলে না রাখলে এটা তো হবেই। লাল বলের ক্রিকেটে আমরা যথেষ্ট শক্তিশালী। কিন্তু এই স্কোয়াডে সেই শক্তির ছিটেফোঁটা পর্যন্ত নেই। তাই ভারতের টেস্ট দলের জন্য আলাদা করে লাল বলের কোচ দরকার।" আইপিএল দলের মালিকের ওই বাক্যবাণ ভালোভাবে নেননি গম্ভীর। শনিবার এ সংক্রান্ত প্রশ্ন ধেয়ে আসতেই যেন তিনি সেটা লুফে নিলেন। বুঝিয়ে দিলেন, বাইরের কারও সমালোচনা বা পরামর্শ, কোনওটাই শুনবেন না তিনি।
ভারতীয় দলের হেডকোচ বললেন, “এসব কথা উঠছে, কারণ ফলাফল আমাদের পক্ষে যায়নি। কিন্তু কেউ বলছে না বা কোনও সংবাদমাধ্যমে লেখা হচ্ছে না যে, প্রথম টেস্টে অধিনায়ককে ছাড়াই আমাদের খেলতে হয়েছিল। ও ব্যাটই করতে পারেনি। আমরা ২৩ রানে হেরেছিলাম। এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে আমরা অধিনায়ককে পাইনি। এমন এক জন ব্যাটারকে পাইনি যার লাল বলের ক্রিকেটে শেষ সাত ম্যাচে ১০০০-এর কাছাকাছি রান আছে।” এদিনও গম্ভীরের মুখে শোনা গিয়েছে ট্রানজিশনের কথা।
এরপর কোনও রাখঢাক না করেই সৌরভ গঙ্গোপাধ্যায় যে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আইপিএলের সেই দলের মালিক পার্থ জিন্দালকে নিশানা করে গম্ভীর বললেন, "অনেকে অনেক কথা বলছেন। যাঁদের ক্রিকেটের সঙ্গে কোনও যোগই নেই তাঁরাও কথা শোনাচ্ছেন। একজন আইপিএল দলের মালিক সোশাল মিডিয়ায় লিখলেন আলাদা আলাদা কোচের কথা। খুব আশ্চর্যের ব্যাপার। সবার নিজের সীমায় থাকা উচিত। আমরা ওদের ব্যাপারে নাক গলাই না। তাই ওদেরও এসব ব্যাপার নাক গলানোর অধিকার নেই।"
