shono
Advertisement
ICC Champions Trophy 2025

থাকছেন না রোহিত-কামিন্সরাই! চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান বাতিল পাকিস্তানের

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:13 PM Jan 31, 2025Updated: 04:19 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে যেতে হচ্ছে না রোহিত শর্মাকে! সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) উপলক্ষে আলাদা করে পাকিস্তানে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কারণ বেশ কয়েকটি দল পাকিস্তানে পৌঁছবে টুর্নামেন্ট শুরুর দিনই। ফলে সব দলের অধিনায়ককে নিয়ে ফটোশুট করা কার্যত অসম্ভব। সেকারণেই ভারত অধিনায়ককেও পাকিস্তানে যেতে হচ্ছে না বলে সূত্রের খবর।

Advertisement

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। আয়োজক পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে খেলবে নিউজিল্যান্ড। তবে ওই ম্যাচের আগে একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে পাক বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানের একাধিক স্টেডিয়াম ঢেলে সাজানো হচ্ছে। তার মধ্যে অন্যতম লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম। সূত্রের খবর, গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন হবে আগামী ৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে। তার চার দিন পরে করাচির স্টেডিয়াম উদ্বোধন করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শোনা গিয়েছিল, দুই স্টেডিয়াম উদ্বোধনের পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বাজবে পাকিস্তানে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ঐতিহাসিক লাহোর কেল্লার হুজুরি বাগে। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়েছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছচ্ছে অস্ট্রেলিয়া। তার আগের দিন যাবে ইংল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে পা রাখবেই না ভারত। ফলে ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেকটি দলের অধিনায়ককে একসঙ্গে পাওয়া অসম্ভব।

এই সমস্ত বিষয় মাথায় রেখেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে হয়েছে পাক বোর্ডকে। তবে ১৬ ফেব্রুয়ারি আইসিসির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লাহোরে। পিসিবি এবং আইসিসির আধিকারিকরাও হাজির থাকবেন সেখানে। উল্লেখ্য, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও অধিনায়করা সশরীরে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি। তাই ভার্চুয়ালি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সেখানে অধিনায়কদের ছবি দেখানো হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন হবে আগামী ৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে।
  • ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছচ্ছে অস্ট্রেলিয়া। তার আগের দিন যাবে ইংল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে পা রাখবেই না ভারত।
  • ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও অধিনায়করা সশরীরে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি। তাই ভার্চুয়ালি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
Advertisement