shono
Advertisement
IND vs ENG

ঘরোয়া ক্রিকেটই সাফল্যের মূল মন্ত্র, দুরন্ত পারফরম্যান্সে ধারাবাহিকতার পাঠ দিলেন জাদেজা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেট তুলে নেন জাড্ডু।
Published By: Arpan DasPosted: 02:32 PM Feb 10, 2025Updated: 02:32 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত ঝড়ে কিছুটা ফিকে হয়ে গিয়েছে জাদেজার ম্যাজিক। এক সময় মনে হচ্ছিল, ইংল্যান্ড হয়তো আরও রানের পাহাড় গড়বে। সেটাতে লাগাম পড়ালেন জাদেজাই। আর ম্যাচের পর জাড্ডু স্বীকার করে নিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলা তাঁকে সাহায্য করেছে।

Advertisement

সাম্প্রতিক সময়ে তারকা ক্রিকেটারদের রনজি খেলা নিয়ে উত্তাল হয়েছে ভারতীয় ক্রিকেট। বোর্ডের নির্দেশে রোহিত-বিরাটরাও রনজি খেলেছেন। সেখানে দুজন ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন জাদেজা। দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ১২ উইকেট তুলে নিয়েছিলেন। আর সেটারই ধারাবাহিকতা দেখা গেল ভারত-ইংল্যান্ড ম্যাচে। যেখানে তিনি ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

ম্যাচের পর জাদেজা বলেন, "খুব ভালো লাগছে। বিশেষ করে ২০২৩-র বিশ্বকাপের পর এত ভালো পারফর্ম করে। ওয়ানডে ফরম্যাটে দ্রুত পরিস্থিতি বুঝে নিতে হয়। কিন্তু আমি মনে করি, ঘরোয়া ক্রিকেটে খেলা আমাকে খুব সাহায্য করেছে। ওই ম্যাচগুলোতে আমি ৩০ ওভারের বেশি বল করেছি। যা আমাকে ছন্দ ফিরে পেতে সাহায্য করেছে। টেস্টেও আমি ওয়ানডের মতো একই লাইন-লেংথে বল করতে ভালো। যেহেতু মাঝে খুব বেশি বিরতি ছিল না, তাই ছন্দটা ধরে রাখতে পেরেছি।"

সেই সঙ্গে অধিনায়ক রোহিতের প্রশংসায় পঞ্চমুখ তিনি। জানিয়ে দিলেন, রোহিত যে ফর্মে ফিরবেন, এটা দলের সকলেই জানতেন। জাদেজা বলেন, "আমরা এসব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলাম না। ওর মতো বড় প্লেয়ারের ফর্মে ফিরতে একটা ইনিংস প্রয়োজন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের ফর্মে ফিরে আসা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত ঝড়ে কিছুটা ফিকে হয়ে গিয়েছে জাদেজার ম্যাজিক।
  • এক সময় মনে হচ্ছিল, ইংল্যান্ড হয়তো আরও রানের পাহাড় গড়বে। সেটাতে লাগাম পড়ালেন জাদেজাই।
  • আর ম্যাচের পর জাড্ডু স্বীকার করে নিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলা তাঁকে সাহায্য করেছে।
Advertisement