সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোহলির টেস্ট অবসরে চমকে উঠেছিল ক্রিকেট দুনিয়া। কেন হঠাৎ লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, সেই নিয়ে বহু চর্চাও চলেছেন। কিন্তু এই সিদ্ধান্তের পর কেমন আছেন কোহলি? সেটা পরিষ্কার করে জানালেন আরসিবির মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।
আপাতত আইপিএলে নজর কোহলির। অধরা ট্রফিজয়ের জন্য লড়াই আরসিবির। ইতিমধ্যে প্লে অফেও উঠে গিয়েছে তারা। শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে হায়দরাবাদের মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু। সেই ম্যাচের আগে কোহলিকে নিয়ে মুখ খুললেন কার্তিক।
তাঁর বক্তব্য, "গোটা দুনিয়া কোহলির সিদ্ধান্তে অবাক হয়েছিল। আমরা শুধু দেখছিলাম বিরাট কী করে? এখন ও খুব আনন্দে আছে। খেলাটাকে উপভোগ করছে। আর ও সত্যিই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে।" সেই সঙ্গে কোহলির সিদ্ধান্তকে সম্মানও করছে কার্তিক। তিনি বলেন, "এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা সেটাকে সম্মান করি। আমরাও অবাক হয়েছিলাম। কিন্তু ওকে আনন্দে দেখলে সবার ভালো লাগে। আর আমরাও চাই, ও সেভাবেই খেলুক। ওকে ছন্দে রাখতে পারলে আমাদেরই ভালো।"
মাঝে বিরতি ছিল আইপিএলে। সেই সময় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন কোহলি। সেই ফাঁকে স্ত্রী অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে নেমে পড়েছিলেন মাঠে। তবে ক্রিকেট নয়, সেটা পিকেলবলে। আরসিবির মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিক এবং তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকলকেও দেখা যায় পিকলবল কোর্টে। ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে আরসিবির ডিরেক্টর মো বোবাটও র্যাকেট হাতে নেমে পড়েন পিকলবল খেলতে। জুটি হিসাবেই খেলতে নামেন বিরুষ্কা। পয়েন্ট জিতে সেলিব্রেট করতেও দেখা যায় তারকা দম্পতিকে।