shono
Advertisement
Joginder Sharma on MS Dhoni

'এবার বিশ্রাম নেওয়া উচিত', ধোনিকে অবসরের পরামর্শ বিশ্বকাপ জয়ের 'নায়কের'?

মাহি কি শুনবেন?
Published By: Arpan DasPosted: 02:01 PM May 20, 2025Updated: 02:59 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএল অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। আগামী মরশুমের প্রস্তুতিও নিচ্ছে তারা। যার নেতৃত্বে সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মরশুমের মাঝপথে অধিনায়ক হয়েও দলের ভাগ্য বদলাতে পারেননি। ফর্মও অনেকটাই ফিকে। সব দিক বিচার করে তাঁর প্রাক্তন সতীর্থ যোগিন্দর শর্মা বলছেন, ধোনির এবার বিশ্রাম দরকার।

Advertisement

আইপিএলের (IPL 2025) শুরুতে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়ার। কিন্তু চোটের জন্য ছিটকে যান তিনি। অগত্যা ভরসা কে? সেই ৪৩-র বছরের 'চিরতরুণ'-এর কাঁধেই আসে দায়িত্ব। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের সবার শেষে তারা। আর ধোনির রান ১২ ম্যাচে ১৮০। ফিনিশারসুলভ ব্যাটিংয়ের ঝলক দেখা গেলেও, পুরনো ফর্মের দেখা মেলেনি।

এই নিয়ে যোগিন্দর শর্মা (Joginder Sharma) বলছেন, "মাহির ফিটনেসের অবস্থা দেখে মনে হয়, ওর এখন ফিটনেস নিয়ে কাজ করা উচিত। কিন্তু আমার মতে ওর বিশ্রাম দরকার।" যদিও বিশ্রাম বলতে তিনি পুরোপুরি অবসরের কথা বলছেন, নাকি সাময়িক বিশ্রামের কথা বলছেন, সেটা পরিষ্কার নয়। উল্লেখ্য, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শেষ ওভারের নায়ক ছিলেন যোগিন্দর। পরে চেন্নাইয়ের জার্সিতেও খেলেছেন।

তবে ধোনি মনে হয় না এই 'পরামর্শ' কানে তুলবেন। এর আগে তিনি নিজেই বলেছিলেন, "এই আইপিএল শেষ হলে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। পরের ৬-৮ মাসে দেখতে হবে, আমার শরীর চাপ নিতে পারে কি না। ফলে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না।" আইপিএলে প্লে অফে উঠতে না পারলেও এখনও দুটি ম্যাচ বাকি আছে চেন্নাইয়ের। মঙ্গলবার তারা নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাদের শেষ ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারের আইপিএল অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের।
  • আগামী মরশুমের প্রস্তুতিও নিচ্ছে তারা। যার নেতৃত্বে সেই মহেন্দ্র সিং ধোনি।
  • মরশুমের মাঝপথে অধিনায়ক হয়েও দলের ভাগ্য বদলাতে পারেননি। ফর্মও অনেকটাই ফিকে।
Advertisement