shono
Advertisement
KKR

শেষবেলায় 'ভুল' চোখে পড়ল নাইটদের, আরসিবি'র বিরুদ্ধে সর্বস্ব বাজি রেখে লড়তে চায় কেকেআর!

নাইটদের বিরুদ্ধে আরসিবি পাবে না তাদের তারকা পেসারকেও।
Published By: Arpan DasPosted: 07:58 PM May 16, 2025Updated: 07:58 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন দল। অথচ এবার প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে কেকেআর। খাতায়-কলমে হয়তো সামান্য আশা বেঁচে আছে। কিন্তু বাস্তবটা অন্যরকম। কোথায় ভুল হল এবার? আরসিবি'র বিরুদ্ধে নামার আগে দলের ভুল খুঁজে পেলেন মণীশ পাণ্ডে।

Advertisement

রাত পোহালেই শুরু আইপিএলের দ্বিতীয় দফা। বেঙ্গালুরুতে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। লিগ টেবিলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আরসিবি। সেখানে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নাইটরা। এই ম্যাচ হারলে প্লে অফের দরজা পুরোপুরি বন্ধ। জিতলে ক্ষীণ হলেও আশা থাকবে।

সেই ম্যাচে নামার আগে নাইট তারকা বলছেন, "আমার মতে, গতবার আমরা টানা ম্যাচ জিতেছি। সেই ধারাবাহিকতার জন্যই লিগের শীর্ষে ছিলাম। আইপিএলের মতো টুর্নামেন্টে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই বছর আমরা একটা ম্যাচ জিতেছি, তো পরেরটা হেরেছি। এটাই গত বছরের থেকে এবারের সবথেকে বড় পার্থক্য।" তাঁর আরও বক্তব্য, "আমাদের আর কিছু হারানোর নেই। তবে হ্যাঁ, দুটো ম্যাচ বাকি আছে। সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছে।"

কিন্তু যথেষ্ট শক্তিশালী দল নাইট রাইডার্স। তাহলে এরকম ধারাবাহিকতার অভাব কেন? পাণ্ডের যুক্তি, "আমার ব্যাটিং ভালো। বোলিংও খারাপ হয়নি। কিন্তু ব্যাটিং-বোলিং দুটো একসঙ্গে সব ম্যাচে ভালো হয়নি। আমাদের কোচ ও প্লেয়াররা এই নিয়ে ভাবনাচিন্তা করছেন। আশা করি, আমরা পরের আরও দৃঢ় লক্ষ্য নিয়ে নামব। চেষ্টা করব, আমরা ফের ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারব।" অন্যদিকে নাইটদের বিরুদ্ধে ম্যাচের আগে অস্বস্তিতে আরসিবি'ও। তাঁদের তারকা পেসার কাঁধের চোটের জন্য খেলতে পারবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতবারের চ্যাম্পিয়ন দল। অথচ এবার প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে কেকেআর।
  • খাতায়-কলমে হয়তো সামান্য আশা বেঁচে আছে। কিন্তু বাস্তবটা অন্যরকম।
  • আরসিবি'র বিরুদ্ধে নামার আগে দলের ভুল খুঁজে পেলেন মণীশ পাণ্ডে।
Advertisement