shono
Advertisement

Breaking News

Tuberculosis-awareness friendly cricket match

সাংসদদের প্রীতি ম্যাচে রাজ্যসভাকে হারাল লোকসভা, কে কেমন খেললেন?

টিবি সচেতনতার প্রচারে দিল্লিতে প্রীতি ক্রিকেট ম্যাচটির আয়োজন হয়েছিল।
Published By: Subhajit MandalPosted: 05:05 PM Dec 15, 2024Updated: 05:05 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির সকাল। শীতের আমেজ। সঙ্গে ক্রিকেট। রোজকার কচকচানি, কাদা ছোড়াছুড়ির বাইরে অন্যরকম দিন উপভোগ করলেন দেশের সাংসদরা। টিবি সচেতনতার প্রচারে দিল্লিতে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলে ফেললেন অনুরাগ ঠাকুর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা। সেই ম্যাচে রাজ্যসভার সাংসদদের অনায়াসে হারিয়ে দিলেন লোকসভার সাংসদরা।

Advertisement

রবিবার সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ওই প্রীতি ম্যাচ আয়োজিত হয়। মূলত টিবি রুখতে সচেতনতার প্রচারে এই ম্যাচ আয়োজন করা হয়। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে টিবি মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রের দাবি, ২০১৫ সালের পর এ পর্যন্ত দেশে টিবির সংক্রমণ কমেছে প্রায় ৩৮ শতাংশ। সচেতনতার লক্ষ্যে লোকসভার সাংসদরা এবং রাজ্যসভার সাংসদরা একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেললেন। শাসক বিরোধী নির্বিশেষে অধিকাংশ দলের সাংসদই ওই ম্যাচে অংশ নেন।

লোকসভার সাংসদদের দলের নাম ছিল লোকসভা স্পিকার একাদশ। সেই দলের অধিনায়ক ছিলেন অনুরাগ ঠাকুর। রাজ্যসভার সাংসদদের অধিনায়ক ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অন্যান্য সাংসদদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মাণ্ডব্য, চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী, গৌরব গগৈ, ইমরান প্রতাপগ্রাহী, রাঘব চাড্ডা, হরভজন সিংরা খেলেছেন।

যদিও ম্যাচটি একপেশেভাবেই শেষ হয়েছে। লোকসভার সাংসদরা রাজ্যসভার সাংসদদের ৭৩ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছেন। একা ১১১ রান করেছেন লোকসভা দলের অধিনায়ক অনুরাগ ঠাকুর। সেরা ফিল্ডার হয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেরা বোলার হয়েছেন কংগ্রেসের দীপেন্দ্র সিং হুডা। সেরা ক্যাচ নিয়েছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। আসলে লোকসভার সাংসদদের অনেকেই একটা সময় নিয়মিত ক্রিকেট খেলেছেন। মনোজ তিওয়ারির মতো সাংসদ সেলিব্রিটি ক্রিকেট লিগের দৌলতে এখনও খেলার মধ্যে আছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ওই প্রীতি ম্যাচ আয়োজিত হয়
  • মূলত টিবি রুখতে সচেতনতার প্রচারে এই ম্যাচ আয়োজন করা হয়।
  • কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে টিবি মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
Advertisement