shono
Advertisement
IPL

আইপিএল স্থগিত তো কী! সময় কাটাতে চোখ রাখুন ক্রিকেট-ফুটবলের এই ম্যাচগুলিতে

আইপিএল না থাকলেও খেলার দুনিয়ায় রয়েছে বেশ কিছু ধুন্ধুমার লড়াই।
Published By: Anwesha AdhikaryPosted: 07:43 PM May 10, 2025Updated: 07:43 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল মানেই ক্রীড়াপ্রেমীদের জন্য ভরপুর বিনোদন। কিন্তু ভারত-পাক সংঘর্ষের মাঝে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। ক্রীড়াপ্রেমীদের অনেকেই ভাবছেন, সন্ধেটা কাটবে কীভাবে? তবে আইপিএল না থাকলেও খেলার দুনিয়ায় রয়েছে বেশ কিছু ধুন্ধুমার লড়াই। সেদিকে নজর রাখতে পারেন ক্রীড়াপ্রেমীরা।

Advertisement

প্রথমেই রয়েছে ক্রিকেটে ভারত বনাম শ্রীলঙ্কা লড়াই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। ১১মে মাঠে নামবে দুই দল। চলতি বছরেই মহিলাদের বিশ্বকাপ রয়েছে। তার আগে প্রস্তুতি হিসাবেই ত্রিদেশীয় সিরিজে খেলেছে ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। তবে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে প্রোটিয়ারা। মাসের শেষ দিকে রয়েছে ইংল্যান্ড বনাম জিম্বাবোয়ের একটি টেস্টও।

লা লিগায় রয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথ। এবারের খেতাব উঠবে কার হাতে, সেটা নিশ্চিত হয়ে যেতে পারে এই ম্যাচের পরেই। আপাতত লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। মাত্র চার পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। এখনও চারটি করে ম্যাচ বাকি রয়েছে দুই দলেরই। তবে রবিবারের ম্যাচে যে জিতবে, খেতাবের দিকে অনেকখানি এগিয়ে যাবে সেই দল। আইপিএলের খামতি অনেকটাই মিটিয়ে দিতে পারে এল ক্লাসিকোর উত্তেজনা। এছাড়াও মাসের শেষে রয়েছে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার।

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। আপাতত এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হলেও, এক সপ্তাহ পরেও আইপিএলের শেষ পর্ব শুরু করা যাবে কি না? তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। বস্তুত, আইপিএল কবে শুরু হবে তা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশাল মিডিয়ায়। কোনও কোনও মহলে শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই আইপিএলের নতুন সূচি ঘোষণা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমেই রয়েছে ক্রিকেটে ভারত বনাম শ্রীলঙ্কা লড়াই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা।
  • লা লিগায় রয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথ। এবারের খেতাব উঠবে কার হাতে, সেটা নিশ্চিত হয়ে যেতে পারে এই ম্যাচের পরেই।
  • মাসের শেষে রয়েছে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার।
Advertisement