shono
Advertisement
PCB

এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, বাদ বাবর-রিজওয়ানরা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভরাডুবির পর জল্পনা ছিল বাদ পড়তে চলেছেন দুই তারকা।
Published By: Prasenjit DuttaPosted: 02:47 PM Aug 17, 2025Updated: 02:47 PM Aug 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে জায়গা পাননি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপে পাক দলকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা। তাঁর নেতৃত্বেই এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের বাকি দুই দল আফগানিস্তান এবং আরব আমিরশাহী।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভরাডুবির পর জল্পনা ছিল বাদ পড়তে চলেছেন দুই প্রাক্তন অধিনায়ক বাবর এবং রিজওয়ান। বাস্তবে সেটাই হল। পাক নির্বাচকরা এই দুই সিনিয়র ক্রিকেটারদের উপর আস্থা রাখতে পারলেন না। সুযোগ পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ। দলে রয়েছেন ফখর জামান, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিসের মতো ক্রিকেটাররা।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে টানা আট ম্যাচে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে ১-২ ব্যবধানে সিরিজ হারে তারা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পকেটে পুরেছিলেন রিজওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা। আর শেষ ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খেয়ে মাত্র ৯২ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ে পাকিস্তান। স্বাভাবিকভাবেই বাবরদের এমন হতশ্রী খেলায় চূড়ান্ত হতাশ সমর্থকরা। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই এই হারকে ‘জাতীয় লজ্জা’ বলেও কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে বাদ পড়তে হল দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।

এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে 'এ' গ্রুপে রয়েছে ভারত। ১২ সেপ্টেম্বর রয়েছে পাকিস্তানের প্রথম ম্যাচ। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আঘাদের ম্যাচ ১৭ সেপ্টেম্বর।

পাকিস্তান দল
সালমান আলি আঘা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটকিপার), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, সাইম আইয়ুব এবং সালমান মির্জা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
  • দলে জায়গা পাননি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।
  • এশিয়া কাপে পাক দলকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা।
Advertisement