shono
Advertisement
Pakistan

'ক্রিকেট ছেড়ে শুধুই বিজ্ঞাপন করুক', বাবরদের অধঃপতনে ক্ষোভে ফুঁসছে পাক ক্রিকেটমহল

রিজওয়ানদের ধরে ঝাঁকুনি দেওয়া দরকার, বলছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:50 PM Aug 14, 2025Updated: 07:50 PM Aug 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৯২ রানেই অলআউট পাকিস্তান। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লজ্জার ২০২ রানে হেরে ৫০ বছরের রেকর্ড নিজেরাই ভেঙেছে পাক ব্রিগেড। মহম্মদ রিজওয়ানদের এহেন বিশ্রী পারফরম্যান্সের পর গোটা দলকে তুলোধোনা করছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে আম ক্রিকেটপ্রেমী। তাঁদের মতে, ক্রিকেট ছেড়ে রিজওয়ানদের উচিৎ কেবল বিজ্ঞাপন করা।

Advertisement

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার ছিল শেষ ম্যাচ। সেখানেই ছয় উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে একাই ১২০ রান করেন অধিনায়ক সাই হোপ। জবাবে ব্যাট হাতে নেমে ক্যারিবিয়ান বোলারদের সামনে রীতিমতো হিমশিম খেলেন রিজওয়ানরা। পাঁচ ব্যাটার- সাইম আয়ুব, আবদুল্লা শফিক, অধিনায়ক রিজওয়ান, হাসান আলি, আবরার আহমেদ ফেরেন শূন্য রানে। তারকা ব্যাটার বাবর আজমের ঝুলিতে মাত্র ৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান সলমন আঘা (৩০)। এহেন জঘন্য পারফরম্যান্সে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২০২ রানে পরাস্ত হয় তারা। ৫০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে এত বড় ব্যবধানে হারল পাক দল।

পাকিস্তানের এহেন অসহায় আত্মসমর্পণ দেখে ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। বাসিত আলির কথায়, "কেরিয়ারের শুরুতে এই ক্রিকেটাররা যা পারফরম্যান্স করত, সেটা এখন আর করে না। এখন এদের দিয়ে শুধু বিজ্ঞাপনই করানো যায়। কোচদের কথা শোনে না এরা। ব্যাটিং কোচ যখন পরামর্শ দেন তখন কেবল শোনার ভান করে।" বাসিতের মতে, পাক ক্রিকেটারদের ধরে ঝাঁকুনি দেওয়া দরকার। কিন্তু সেটা করার মতো কেউ নেই পাক ক্রিকেটে।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পকেটে পুরেছিলেন রিজওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা। আর শেষ ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খায় পাকিস্তান। স্বাভাবিকভাবেই বাবরদের এমন হতশ্রী খেলায় চূড়ান্ত হতাশ সমর্থকরা। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই এই হারকে জাতীয় লজ্জা বলেও কটাক্ষ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার ছিল শেষ ম্যাচ। সেখানেই ছয় উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
  • পাকিস্তানের এহেন অসহায় আত্মসমর্পণ দেখে ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।
  • ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পকেটে পুরেছিলেন রিজওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা।
Advertisement