সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এ বছরও 'বামা কালীর নাচ' দেখেছেন শান্তিপুরবাসী। লক্ষ লক্ষ ভক্তের সঙ্গে নেচেছেন কালী। নৃত্যরতা বামা কালীকে দেখে মুগ্ধ শাহরুখ খানের দল কেকেআর। তাদের তরফেও একটা ভিডিও পোস্ট করে শ্রদ্ধা জানানো হয় বামা কালীকে। কলকাতা নাইট রাইডার্সের এই পোস্টের পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
শান্তিপুরের এই প্রতিমা প্রায় ৫০০ বছরের পুরনো। যা স্থাপন করা হয় একটি বাঁশের মাচায়। প্রতিমা নিরঞ্জনের সময় অসংখ্য ভক্ত মাচাটি কাঁধে নিয়ে লাফাতে শুরু করেন। মনে হয় যেন ভক্তদের সঙ্গে মা-ও নাচছে। এই দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকে শান্তিপুরে ছুটে আসেন ভক্তরা। ঐতিহ্য মেনে পুজোর পরের দিনই প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়। ভক্তদের হাতে জ্বলন্ত মশালের আলোয় মায়ের রূপ অন্য মাধুর্য এনে দেয়।
প্রত্যেক বছর শান্তিপুরের মালোপাড়ার কাছে বিরাট শোভাযাত্রা আয়োজিত হয়। এখানকার প্রতিমার বিশেষত্ব হল, শিবের বুকে কালীমায়ের বাঁ পায়ের অবস্থান। সেই কারণেই নাম 'বামা কালী'। আর কালীকে একবার নৃত্যরত দেখতে শান্তিপুরে এবারেও মানুষের ঢল নেমেছিল। এই নৃত্য ভক্তদের সঙ্গে মায়ের সম্পৃক্ততাকেই প্রকাশ করে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বামা কালীর নাচের এই দৃশ্য পোস্ট করেছে কেকেআর। ক্যাপশনে লেখা হয়েছে, 'জয় বামা কালী। ঐশ্বরিক দৃশ্য।' কালীপুজোর শুভেচ্ছা জানানো হয়েছে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। প্রশ্ন হল, কেন নিরঞ্জনের আগে এভাবে নাচানো হয় কালীকে? এর নেপথ্যে দেবী স্বপ্নাদেশ। এমনটাই জনশ্রুতি। শান্তিপুরের দুই প্রাচীন কালী, দেবী সিদ্ধেশ্বরী এবং দেবী চাঁদুনী বামা কালীর বন্ধু। বিসর্জনের আগে নগর পরিক্রমার সময় তাঁদের দেখা হওয়ার খুশিতে ডগমগ হয়েই এই নাচ।
