shono
Advertisement
Asia Cup

স্পনসর ছাড়াই এশিয়া কাপে সূর্যরা! কেন্দ্রের নতুন বিল পাশ হতে চাপে বোর্ড

বন্ধ হতে চলেছে ভারতীয় দলের প্রধান স্পনসর ড্রিম ১১।
Published By: Anwesha AdhikaryPosted: 01:56 PM Aug 22, 2025Updated: 01:56 PM Aug 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক পরে এশিয়া কাপ খেলতে নামবে ভারত। কিন্তু সূর্যকুমার যাদবের খেলতে হবে স্পনসর ছাড়াই! এমন সম্ভাবনাই দেখা দিয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ হয়ে যাওয়ার পর। উল্লেখ্য, এই বিলে ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধের কথা বলা হয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর এই ড্রিম ১১। তাই এই সংস্থা বন্ধ হয়ে গেলে আপাতত স্পনসরহীন হয়ে পড়বে ভারতীয় দল।

Advertisement

অনলাইনে গেমে বিপুল লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের বিলটি ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে। শুরুর দিকে অনেকের মনেই সংশয় ছিল ড্রিম ইলেভেন বা এমপিএলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি এর আওতায় আসবে কিনা। কিন্তু কেন্দ্রের নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, কোনওরকম অনলাইন অ্যাপে রোজগার করা টাকা, বা ওই ধরনের কোনও অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাঙ্কের মাধ্যমে করা যাবে না। অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না। রিয়াল মানি অ্যাপ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই এর আওতায় আসছে ড্রিম ইলেভেনের মতো ফ্যান্টাসি অ্যাপও।

উল্লেখ্য, ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে দু'পক্ষে। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতেও থাকে ড্রিম ১১-এর লোগো। অন্যদিকে মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে। তবে এই দুই সংস্থা এবার বেআইনি হতে চলেছে। ফলে ভারতীয় দলের জার্সি থেকে সরে যাবে এই দুই সংস্থার নাম। এশিয়া কাপের আগে যদি নতুন স্পনসর না পায় বোর্ড, তাহলে টুর্নামেন্টে শুভমান গিলদের জার্সিতে কোনও স্পনসরের নাম থাকবে না। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন স্পনসর পাওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে বিসিসিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনলাইনে গেমে বিপুল লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
  • অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না। রিয়াল মানি অ্যাপ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হবে।
  • ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে দু'পক্ষে।
Advertisement