সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরের নাম মহাশয়৷ তাই যা সওয়াবেন, তাই সইবে৷ তবে অতিরিক্ত হলেই বিদ্রোহ করে উঠবে৷ আর সেই বিদ্রোহের ফল আপনাকেই ভুগতে হবে৷ এমনটাই বলছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার গবেষকরা৷ তাঁদের কথায়, অতিরিক্ত শরীরচর্চার ফলে হারিয়ে যায় পুরুষদের যৌন ক্ষমতা৷
সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা
শরীর নিয়ে ইদানীং মহিলাদের মতো পুরুষরাও বেশ সচেতন৷ বিশেষ করে যদি নারীমন আকর্ষণ করতে হয়৷ সিক্স প্যাক থেকে টেন প্যাক অ্যাব পর্যন্তও করার চেষ্টায় লেগে পড়েন পুরুষরা৷ ফল ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে দেওয়া৷ অতিরিক্ত ওজন তুলে পেশির জোর বাড়ানো৷ এই পেশির জোর বাড়াতে গিয়েই কমে যাচ্ছে পুরুষদের যৌন ক্ষমতা৷ সারাদিনের বেশ কিছুটা সময় জিমে কাটানোর পর বিছানায় অনাসক্ত হয়ে পড়ছেন তাঁরা৷ এমনটাই দাবি গবেষকদের৷
ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও করুন স্টেটাস আপডেট
তাহলে উপায় কী? শরীরচর্চা কী একেবারে করবেন না? করবেন, নিশ্চয়ই করবেন৷ তবে যতটুকু প্রয়োজন ততটাই সময় জিমে কাটাবেন৷ গবেষকদের পরামর্শ, সপ্তাহে ছয় ঘণ্টার বেশি শরীরচর্চা করবেন না৷ তাহলে শরীর-স্বাস্থ্যও বজায় থাকবে আর যৌনজীবনও অক্ষত থাকবে৷
এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়!
The post অতিরিক্ত শরীরচর্চা কেড়ে নিতে পারে পুরুষের যৌন ক্ষমতা appeared first on Sangbad Pratidin.