স্টাফ রিপোর্টার: মহামেডান ক্লাবের দুঃসময় যেন শেষই হচ্ছে না। একদিন আগেই ফেডারেশনের রেজিস্ট্রেশন ব্যান তোলার জন্য বিপুল অর্থ মিটিয়েছেন সাদা-কালো ক্লাব কর্তারা। এর মধ্যেই বৃহস্পতিবার ফের একই শাস্তির খাঁড়া নেমে এল মহামেডানের উপর। এবার শাস্তি দিয়েছে ফিফা, মিরজালল কাসিমভের বকেয়া অর্থ না মেটানোর জন্য। যার ফলে কলকাতা লিগ অভিযানে নামার আগে ফের বিপাকে তারা।
গত মরশুমে একঝাঁক কোচ-প্লেয়ারের বেতন বকেয়া রয়েছে মহামেডানে। পাশাপাশি বিভিন্ন কারণে হওয়া জরিমানার অর্থও ফেডারেশনকে মেটাতে পারেনি তারা। ফলে এবার ট্রান্সফার উইন্ডো খোলার ঠিক আগে ফেডারেশনের তরফে রেজিস্ট্রেশন ব্যানের শাস্তি দেওয়া হয় তাদের। অবশেষে কর্তারাই উদ্যোগী হয়ে বুধবার ফেডারেশনকে জরিমানার অর্থ মিটিয়েছেন।
শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশের বিরুদ্ধে লিগে প্রথনম ম্যাচ মহামেডানের। ফেডারেশনের ব্যানের আগেই লালথনকিমা, সজল বাগ, দীনেশ সিং, সাকা, শুভজিৎ ভট্টাচার্য, অ্যাডিসন সিংয়ের মতো কয়েকজন ফুটবলারের রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিল তারা। প্রথম ম্যাচে সেই ফুটবলারদের উপরই ভরসা রেখেছিল সাদা-কালো শিবির। সঙ্গে কর্তারা আশা করেছিলেন, দ্বিতীয় ম্যাচের আগেই ফরদিন আলি মোল্লা, হীরা মণ্ডলের মতো
আরও কয়েকজনকে কলকাতা লিগের জন্য নথিভুক্ত করিয়ে নিতে পারবেন। কিন্তু ফিফার শাস্তির পর সেই আশাও দেখছেন না তাঁরা। কারণ এবার কয়েক লক্ষ নয়, বকেয়ার অঙ্ক কোটির ঘরে। এই বিপুল অর্থ কীভাবে জোগাড় হবে, কেউ জানেন না।
