shono
Advertisement
Mohammedan SC

আর্থিক অনটন! বিদেশি ছাড়াই সুপার কাপে মহামেডান, সমস্যা অনুশীলনের মাঠ নিয়েও

পরিস্থিতির চাপে রিজার্ভ দল নিয়ে খেলতে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মহামেডান।
Published By: Arpan DasPosted: 02:01 PM Apr 19, 2025Updated: 02:01 PM Apr 19, 2025

স্টাফ রিপোর্টার: সমস্যা কিছুতেই মিটছে না মহামেডানে। আইএসএল একেবারেই ভালো কাটেনি। শেষ করেছে লিগ টেবিলে সবার নীচে। তার সঙ্গে জুড়েছে ফুটবলারদের বেতন সমস্যা। সামনে সুপার কাপ। চলতি মরশুমে সম্মানরক্ষার শেষ সুযোগ সাদা-কালো ব্রিগেডের সামনে। কিন্তু সেখানেও বিদেশি ছাড়াই নামতে চলেছে মহামেডান।

Advertisement

সুপার কাপের আগে ফুটবলার নিয়ে সমস্যা তো ছিলই। পরিস্থিতির চাপে রিজার্ভ দল নিয়ে খেলতে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মহামেডান। সঙ্গে রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, সামাদ আলি মল্লিকের মতো আইএসএল খেলা কয়েকজন। সঙ্গে ক্লাবের তরফে চেষ্টা করা হয়েছিল, যাতে ভুবনেশ্বর যাওয়ার আগে কলকাতায় দু-তিন দিন অনুশীলন করতে পারেন ফুটবলাররা। কিন্তু সেখানেও সমস্যা! এবার তার কেন্দ্রে রয়েছে অনুশীলন মাঠ। ক্লাবের মাঠ এখন হকি বেঙ্গল নিয়ে রেখেছে। সব ঠিক থাকলে রবিবার অনুশীলনে নামতে পারেন সাদা-কালো ফুটবলাররা।

এদিকে সুপার কাপে কোনও বিদেশিই খেলতে রাজি হচ্ছেন না। তাঁদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন কর্তারা। আপাতত বিদেশি ছাড়াই খেলার কথা চিন্তাভাবনা করেছে সাদা-কালো শিবির। ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ বলেন, "আমরা বিদেশি ছাড়াই সুপার কাপে খেলতে পারি।" সুপার কাপে মহামেডানের ম্যাচ ২৪ এপ্রিল, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিদেশি ছাড়া মহামেডান কতটা টক্কর দিতে পারবে, সেটাও একটা প্রশ্ন।

উল্লেখ্য, সামনের সুপার কাপের কথা মাথায় রেখেই তাঁদের বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যাতে ফ্রাঙ্কারা অনুশীলনে নামেন। ফুটবলারদের তরফ থেকে দাবি ছিল, বাকি পাঁচ মাসের বেতনের মধ্যে নূন্যতম এক মাসের বেতন ও দু মাসের অ্যালাউন্স দিতে হবে। সেটার সমাধান এখনও অধরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমস্যা কিছুতেই মিটছে না মহামেডানে। আইএসএল একেবারেই ভালো কাটেনি।
  • শেষ করেছে লিগ টেবিলে সবার নীচে। তার সঙ্গে জুড়েছে ফুটবলারদের বেতন সমস্যা। সামনে সুপার কাপ।
  • চলতি মরশুমে সম্মানরক্ষার শেষ সুযোগ সাদা-কালো ব্রিগেডের সামনে। কিন্তু সেখানেও বিদেশি ছাড়াই নামতে চলেছে মহামেডান।
Advertisement