shono
Advertisement
Penalty Rule

পেনাল্টি নিয়ে বড়সড় সিদ্ধান্ত! ২০২৬ বিশ্বকাপের আগে বদলাচ্ছে ১৩৪ বছর পুরনো নিয়ম

ভার নিয়েও বড়সড় বদল আসতে পারে।
Published By: Arpan DasPosted: 04:59 PM Jul 18, 2025Updated: 04:59 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছরই ফুটবল বিশ্বকাপ। তার আগে বড়সড় নিয়ম বদলের পথে হাঁটছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা। ভারের ক্ষেত্রে একাধিক পরিবর্তন-সহ পেনাল্টির নিয়ম বদলের কথাও ভাবছে আইএফএবি। অর্থাৎ ১৩৪ বছর পুরনো পেনাল্টির নিয়ম বদলাতে চলেছে।

Advertisement

কী সেই পরিবর্তন? পেনাল্টির ক্ষেত্রে দেখা যায়, কোনও প্লেয়ার স্পট কিক নেওয়ার পর তা বারে লেগে বা গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। সেক্ষেত্রে ফিরতি বলে ফের গোল করার সু্যোগ থাকে যিনি পেনাল্টি মারছেন তাঁর কাছে। কিন্তু সেই নিয়ম এবার বদলাতে চলেছে। নতুন নিয়মে পেনাল্টির ফিরতি বল থেকে আর গোল করতে পারবে না। কারণ দ্বিতীয় সুযোগ পেলে বিপক্ষ দলকে 'অন্যায্য সুবিধা' দেওয়া হয়। তাছাড়া পেনাল্টি মারার আগে বা পরে, আক্রমণকারী দলের অনেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন। পেনাল্টি মারার ফিরতি বলে গোল করার ক্ষেত্রে সেটা নিয়ে বিতর্ক হয়। নতুন নিয়মে তা নিয়ে আর কোনও সমস্যা থাকবে না। ফলে পেনাল্টি শুট আউটের মতো হতে চলেছে ম্যাচ চলাকালীন পেনাল্টির নিয়ম।

২০২০ সালে ইউরো কাপের একটি ঘটনাকে এক্ষেত্রে সামনে রাখা হচ্ছে। যেখানে ইংল্যান্ডের হ্যারি কেনের শট বাঁচিয়ে দেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল। ফিরতি শটে কেন গোল করে দেন।

অন্যদিকে ভারের সাহায্যে লাল কার্ড দেখানোর নিয়মেও বদল আসতে পারে। দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখানোর সময় অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে রেফারিরা চাইলে আরও একবার 'ভার'-এর সাহায্য নিতে পারেন। তাছাড়া কর্নারের ক্ষেত্রে রেফারিদের জন্য 'ভার'-এর সুযোগ থাকছে। আমেরিকায় ক্লাব বিশ্বকাপ চলাকালীন এই নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত হয়তো নিয়ম বদলের ঘোষণা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনের বছরই ফুটবল বিশ্বকাপ। তার আগে বড়সড় নিয়ম বদলের পথে হাঁটছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা।
  • ভারের ক্ষেত্রে একাধিক পরিবর্তন-সহ পেনাল্টির নিয়ম বদলের কথাও ভাবছে আইএফএবি।
  • ১৩৪ বছর পুরনো পেনাল্টির নিয়ম বদলাতে চলেছে।
Advertisement